ইংল্যান্ড সিরিজের আগেই বড় সিদ্ধান্ত প্রাক্তন অধিনায়কের, চুপিসারে নিলেন অবসর !! 1

চলতি মাসেই ভারতে আসছে ইংল্যান্ড (IND vs ENG)। ভারতের বিরুদ্ধে সাদা বলের দুটি সিরিজ খেলতে চলেছে ইংলিশ দল। ইতিমধ্যেই স্কোয়াডের ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে ভারত সফরে পৌঁছাতে চলেছে ইংল্যান্ড দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ২ দল মুখোমুখি হতে চলেছে। যে কারণে এই সিরিজটি একটি উত্তেজনা পূর্ণ সিরিজ হতে চলেছে। আপাতত ভারত দীর্ঘ ছয় মাস ধরে কোনরকম ওডিআই সিরিজ খেলেনি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) এই সিরিজটি খেলোয়ারদের কাছে একটি বড় প্রস্তুতি বলা যেতেই পারে।

বেশিরভাগ ভারতীয় খেলোয়াড়দের শেষ বারের মতন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে। বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) হয়তো তাদের শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবেন। তবে ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) আগেই এক তারকা খেলোয়ার আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন। প্রসঙ্গত বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা খেলোয়ার তামিম ইকবাল (Tamim Iqbal) আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের জন্য অবসর ঘোষণা করলেন। এই আগে, ২০২৩ সালে বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। যার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছিলেন তামিম। তবে প্রাক্তন বাংলাদেশী অধিনায়ক মাশরাফি মুর্তজা এবং তৎকালীন বাঙালদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছিলেন তিনি। তবে তার পক্ষে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়ে ওঠেনি আর।

Read More: “বাধ্য করেছে সরে দাঁড়াতে…” যুবরাজের অবসর নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস উথাপ্পা’র, আঙুল উঠলো কোহলির দিকে !!

অবসর নিলেন তামিম

Tamim Iqbal, ind vs eng
Tamim Iqbal | Image: Getty Images

বাংলাদেশের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন তামিম। দলকে তিন ফরম্যাটে নেতৃত্বও দিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি এক দিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। জানা গিয়েছে, এ বারেও তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলা না ছাড়াও অনুরোধ করেছিল। তামিম ইকবাল অবশ্য অফিসিয়াল ভাবে অবসরের ঘোষণা করার আগে নির্বাচকদের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। নির্বাচক কমিটির প্রধান আশরাফ হোসেন তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলার কথা বলে দিয়েছিলেন। কিন্তু তাতে তামিম রাজি হননি। জানা গিয়েছে, বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটার সহ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও তাকে অনুরোধ করেছিলেন অবসর না নিতে। যদিও, চিন্তা-ভাবনা করার জন্য তামিম একদিন সময় চেয়ে নিয়েছিলেন। তবুও তার সিদ্ধান্তের কোন বদল হয়নি।

সমাজ মাধ্যমে নিজের অবসরের ঘটনা প্রকাশ করেছেন তামিম। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “অনেকদিন ধরেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছি। আমার মনে হয় সেই দূরত্ব এবার থেকে রয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার যাত্রা এখানেই শেষ। অনেকদিন ধরেই অবসর নেওয়ার কথা ভাবছি। কিছুদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তাই আমি আলোচনার কেন্দ্রে আসতে চাই না। এর ফলে দলের সমস্যা হতে পারে। সেটা আমি অবশ্যই চাই না। অধিনায়ক শান্ত আমাকে দলে ফিরতে বলেছিলেন, এমনকি এই (অবসর) নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনাও হয়েছিল। তারা আমাকে দলে নিতে চায়। সেটা শুনে বেশ ভালো লেগেছে। তবে আমি আমার হৃদয়ের কথাই শুনলাম।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা নেই তামিমের

Tamim iqbal, world cup 2023
Tamim Iqbal | Image: Getty Images

পাশাপাশি অনেকদিন আগেই তামিমকে বাংলাদেশ ক্রিকেটের বার্ষিক চুক্তি থেকে সরানো হয়েছিল। সে প্রসঙ্গে মন্তব্য করে তামিম বলেছেন, “আমি চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট আর খেলতে চাইছিলাম না। অনেকে আমাকে বলেছিলেন আমি আমার সিদ্ধান্ত নাকি পরিষ্কার করে জানায়নি। তবে বার্ষিক চুক্তিতে নেই এমন ক্রিকেটারের কথা কেই বা ভাববে ? আমি তো প্রায় এক বছর কগেই নিজের নাম কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে সরিয়ে নিয়েছি। তার পরেও আমাকে নিয়ে ভাবাটা অযৌক্তিক। একজন পেশাদার ক্রিকেটার খেলবেন কি খেলবেন না সেটি অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আমার ভাবার সময় নিয়েছি এবং যেটি আমি সঠিক বলে মনে করেছি সেই সিদ্ধান্তই গ্রহণ করেছি।

Read Also: IND vs ENG: কপাল পুড়লো KL রাহুলের, ইংল্যান্ড সিরিজে শ্রেয়সকে ফেরাচ্ছে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *