এই মুহূর্তে সিনে দুনিয়ার অন্যতম চর্চিত নায়িকা তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। অভিনয় জীবনের শুরুটা তিনি করেছিলেন দক্ষিণ ভারতে। তবে বর্তমানে বলিউডেও সমান জনপ্রিয় তিনি। স্ত্রী ২ চলচ্চিত্রের ‘আজ কি রাত’ গানে তাঁর পারফর্ম্যান্সে মোহিত আসমুদ্র হিমাচল। এছাড়াও বাহুবলী, এন্টারটেইনমেন্ট, লাস্ট স্টোরিজ ২-এর মত সিনেমার তাঁর কাজ সমাদৃত হয়েছে। আগামী বছর মুক্তি পেতে চলেছে তাঁর তিনটি চলচ্চিত্র। নায়িকার ব্যক্তিগত জীবনও বারবার এসেছে সংবাদমাধ্যমের ফোকাসে। অভিনেতা বিজয় বর্মার (Vijay Varma) সাথে তাঁর প্রেমজীবন নিয়ে বহু নিউজপ্রিন্ট খরচ করেছে সংবাদপত্রগুলি। কৌতূহল জাগিয়েছে তাঁদের বিচ্ছেদও। ক্রিকেটের সাথেও তাঁর নাম জুড়েছে বারবার। ২০২৩-এ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও আলো ছড়াতে দেখা গিয়েছিলো তাঁকে। এমনকি বিরাট কোহলি ও আব্দুল রাজ্জাকের তাঁর সম্পর্ক নিয়েও ছড়িয়েছিলো জল্পনা।
Read More: “নিজের উপর বিশ্বাস ছিলোই…” সিংহহৃদয় সিরাজ, হায়দ্রাবাদী পেসারের হাত ধরে ওভালে ‘মিরাক্ল’ ভারতের !!
রাজ্জাকের সাথে বিয়ে? অকপট তামান্না-

বিরাট কোহলির (Virat Kohli) সাথে বহু বছর আগে একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছিলেন তামান্না (Tamannaah Bhatia)। তারপরেই জল্পনা ছড়িয়ে পড়ে যে অভিনেত্রী’কে ‘ডেট’ করছেন ভারতীয় ক্রিকেট তারকা। ২০১।। তে অনুষ্কা শর্মা’র সাথে বিয়ে হয়েছে কোহলির। ভামিকা ও অকায় নামে দুই সন্তানও রয়েছে তারকা দম্পতির। কিন্তু তামান্নার সাথে সেই পুরনো প্রেমের গুঞ্জন এখনও মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে সমাজমাধ্যমে। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামান্না (Tamannaah Bhatia) স্বয়ং। বলেন, “সোশ্যাল মিডিয়া একটা দারুণ ব্যাপার। কখন, কী আপনার নামে রটে যাবে তা বুঝতেই পারবেন না। হঠাৎই জানতে পারলাম যে অনুষ্কা শর্মার আগে আমি নাকি বিরাটের সাথে প্রেম করছিলাম। বিশ্বাস করুন, বিরাটের সাথে বিজ্ঞাপনের শ্যুট ছাড়া কিছুই করি নি। এমনকি সেই বিজ্ঞাপনের পর আমাদের আর দেখাও হয় নি।”
বিরাটের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটার আব্দুল রাজ্জাকের (Abdul Razzaq) সাথেও নাম জুড়েছিলো তামান্না’র। গোপনে নাকি পড়শি দেশের প্রাক্তনীকে বিয়ে করেছেন তিনি, খবর ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। পডকাস্ট অনুষ্ঠানে রাজ্জাক অধ্যায়কেও স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তামান্না (Tamannaah Bhatia) বলেন, “তাও বিরাটের ব্যাপারটা সহ্য করে ফেলেছিলাম। কিন্তু এরপর যা রটলো তা আরও মারাত্মক। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হলো যে আমি আর আব্দুল রাজ্জাক নাকি একটি গয়নার দোকানে শপিং করেছি। তারপরই শুনলাম, আমি নাকি তাঁকে বিয়েও করে ফেলেছি। জানি না কি করে ভিডিও তৈরি হলো, বিয়েটাও কবে করলাম। আমি ক্ষমাপ্রার্থী স্যার। আপনার ইতিমধ্যেই দুই বা তিনটি সন্তান রয়েছে। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু এই গুজবটা অত্যন্ত অস্বস্তিদায়ক।”
দুই খানের প্রশংসা তামান্নার গলায়-

পডকাস্ট অনুষ্ঠানে বলিউডের দুই কিংবদন্তি সলমন খান (Salman Khan) ও শাহরুখ খানের সাথে কাজের অভিজ্ঞতাও অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন তামান্না (Tamannaah Bhatia)। সলমনের সাথে দুবাইতে দা-বাং ট্যুর রিলোডেড নামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। কাজের প্রতি ‘ভাইজান’-এর নিষ্ঠা মন কেড়েছে তাঁর। তামান্না বলেন, “গান চলছিলো। সবাই মঞ্চে ঢুকছিলেন ও বেরোচ্ছিলেন। কিন্তু উনি একটানা সেখানেই ছিলেন। কি করে করেন তা জানি না। কিন্তু অতক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড এনার্জি লাগে।” একটি অনলাইন পোশাক বিপনীর বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে। ‘কিং খান’ সম্পর্কে তাঁর মূল্যায়ন, “উনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা কি জিনিস। আমি শাহরুখের সাথে একটি বিজ্ঞাপনী ছবি শ্যুট করেছিলাম। সেটে অন্তত ২০০ জন ছিলেন। উনি তাঁদের প্রত্যেকের সাথে ছবি তোলেন।”