দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেরা দশটি ম‍্যাচের তালিকা ! যা ছিল দেখার মতো 1

৫.ইংল্যান্ড বনাম ভারত , ২০১১

দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেরা দশটি ম‍্যাচের তালিকা ! যা ছিল দেখার মতো 2

১৯৮৩ এর পর ২০১১ ,ফের আরও একবার ক্রিকেট বিশ্বকাপ জিতলো ভারত।ওয়াংখেড়েতে ফাইনালে কুলুশেখরাকে মারা ধোনির সেই গগনচুম্বী ছয় দেশকে এনে দিয়েছিল কাঙ্ক্ষিত বিশ্বকাপের জয়ের স্বাদ।

শুধু বিশ্বকাপ জয় , সেই বছর বিশ্বকাপ ক্রিকেট প্রেমীমানুষের কাছে স্মরণীয় হয়ে আছে আরও একটি কারনে, তা গ্রুপ পর্যায় ইংল্যান্ড বনাম ভারতের টাই ম‍্যাচ।

সেই বার বিশ্বকাপে প্রথম ম‍্যাচে বাংলাদেশ কে কার্যত উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম‍্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত।শচীন তেন্ডুলকরের ১২০ রানের উপর ভর করে ভারত শেষ করে ৩৩৯ এ।যদিও শেষ অবধি স্ট্রস, সোয়ান এর উপর ভর করে ম‍্যাচ টি টাই করে ইংল্যান্ড।এইটি ছিলো সেইবছরের অন‍্যতম উত্তেজনাময় ম‍্যাচ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *