দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেরা দশটি ম‍্যাচের তালিকা ! যা ছিল দেখার মতো 1

৩. ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড , ২০১১

দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেরা দশটি ম‍্যাচের তালিকা ! যা ছিল দেখার মতো 2
BANGALORE, INDIA – MARCH 02: Matt Prior of England looks dejected as Ireland players celebrate the defeat of England in the Group B 2011 ICC World Cup match between England and Ireland at M. Chinnaswamy Stadium on March 2, 2011 in Bangalore, India. (Photo by Graham Crouch/Getty Images)

অঘটনের ম‍্যাচ, হ‍্যা বিশ্বকাপের ইতিহাসে অন‍্যতম সেরা ম‍্যাচের একটি ২০১১ এর ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড ম‍্যাচ।সেই বার পিটারসেন দের হারিয়ে দেশবাসীদের কাছে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন আইরিশ তারকা অলরাউন্ডার কেভিন ও’ব্রায়ান।

এদিন ম‍্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে দারুন ব‍্যাটিং করেন কেভিন পিটারসন, ইয়ান বেল, জোনাথন ট্রট।৫০ ওভার শেষে তাদের স্কোর দাড়ায় আট উইকেটের বিনিময়ে ৩২৭।

ইংল্যান্ডের ইনিংস শেষে অনেকেই মনে করেন এদিন জয় নিশ্চিত পিটারসন দের।কিন্তু সেই দিন যাবতীয় হিসেব নিকেশ বদলে দেয় আইরিশ অলরাউন্ডার কেবিন ও ব্রায়ান।১৩ টি চার এবং ৬ টি ছয়ের সহযোগে বিশ্বকাপের দ্রুততম সেন্চুরি করার পাশাপাশি ইংল্যান্ড কে হারিয়ে দেয় তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *