দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেরা দশটি ম‍্যাচের তালিকা ! যা ছিল দেখার মতো 1

১০.ভারত বনাম ইন্ডিজ, ১৯৮৩

দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেরা দশটি ম‍্যাচের তালিকা ! যা ছিল দেখার মতো 2

আপাত নিরিখে সেই ফাইনাল ম‍্যাচ কে লো – স্কোরিং ম‍্যাচ মনে হলেও, দেশের কোটি কোটি মানুষের আবেগ কে তো আর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়না।

সেই বার বিশ্বকাপ ফাইনাল দেখেছিলো পরপর দুইবারের বিশ্বচ‍্যাম্পিয়ান মুকুট ছিনিয়ে।কেমন ভাবে কপিল দেবের ভারত ,যাবতীয় অনুমানকে তছনছ করে দিয়ে রিচার্ডসদের হঠিয়ে লর্ডসের ব‍্যালকনিতে তুলে নিয়েছিলেন দেশের প্রথম বিশ্বকাপ।

এন্ডি রবার্টস, ম‍্যালকম মার্শাল, মাইকেল হোলিং সম্বলিত দুরন্ত ইন্ডিজ বোলিং লাইন – আপ সেইদিন ভারতকে ১৮৩ এ শেষ করতে বাধ্য করে।

১৮৪ , না এই স্কোর ওঃ ইন্ডিজের পক্ষে তুলে ফেলা কোনও কঠিন বিষয় নয়‌।অর্থাৎ বিশ্বচ‍্যাম্পিয়ান হওয়ার হ‍্যাটট্রিকটা এখন শুধু সময়ের অপেক্ষা।কিন্তু না , মদনলাল এবং মোহিন্দর অমরনাথ সেইদিন ঋতিমতো ঘোল খাইয়ে ছেড়েছিলো শক্তিশালী ওঃ ইন্ডিজকে ।পাশাপাশি লর্ডসে উপস্থিত ৩০, ০০০ দর্শকদের মাঝে তৈরী করেছিল ইতিহাস।যা ফের ২০১১ সালে ফিরে আসে ওয়াংখেড়ের মাঠে কুলুশেখরাকে মারা ধোনির সেই ঐতিহাসিক ছয়ের মধ্যে দিয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *