ব্যাট হাতে সেরা বিরাট কোহলি, বোলিং-এ সেরা স্যাম কারান! T20 World Cup-এ রেকর্ডের ছড়াছড়ি, দেখে নিন সব রেকর্ড এক ঝলকে !! 1

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের(T20 World Cup) যবনিকা পতন হয়েছে গতকাল। মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি’তে ফাইনাল ম্যাচে পাকিস্তান’কে হারালো ইংল্যান্ড। ব্যাট হাতে বেন স্টোকস এবং বল হাতে স্যাম কারানের অনবদ্য পারফর্ম্যান্সে ভর করে বাবর বাহিনী’কে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় বার ট্রফি জিতলো ইংল্যান্ড। টসে জিতে আগে প্রতিপক্ষ’কে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার। কারান, ওকস, আদিল রশিদ’দের সামনে বিশেষ সুবিধা করতে পারেন নি পাক ব্যাটার’রা। ১৩৭ রানেই থেমে যায় তাঁদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাঝে চাপে পড়লেও স্নায়ু ধরে রেখে ম্যাচ জিতিয়ে দেন স্টোকস। ইংল্যান্ডের জয়ের সাথে সমাপ্ত হলো একমাসব্যপী ক্রিকেট ‘ফেস্টিভ্যাল।’ ক্যাঙারু’র দেশে হাড্ডাহাড্ডি কুড়ি-বিশের বিশ্বকাপে তৈরি হয়েছে অজস্ত্র রেকর্ড। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-এ অসামান্য নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন অনেক। আসুন দেখা নেওয়া যাক সেইসব অনবদ্য প্রদর্শনের এক সংক্ষিপ্ত তালিকা।

T20 World Cup-এক নজরে সকল পরিসংখ্যান-

Team England | image: Gettyimages
Jubilant Team England after winning their second T20 World Cup in 2022.

ফাইনালের ম্যাচের সেরা- স্যাম কারান (ইংল্যান্ড)

ম্যান অফ দ্য টুর্নামেন্ট- স্যাম কারান (ইংল্যান্ড)

সর্বোচ্চ রান সংগ্রাহক- বিরাট কোহলি (ভারত)- ২৯৬ রান

সর্বোচ্চ উইকেট শিকারী- ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ১৫ উইকেট

এক ইনিংসে সর্বোচ্চ রান- রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)- ১০৯ বনাম বাংলাদেশ

সর্বোচ্চ ব্যাটিং গড়- বিরাট কোহলি (ভারত)- ৯৮.৬৬

সর্বোচ্চ ব্যাটিং স্ট্রাইক রেট- লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা)- ৪০০ বনাম পাকিস্তান।

সর্বোচ্চ ব্যাটিং স্ট্রাইক রেট (অন্তত ১০ বল)- মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)- ৩২৭.৭৭ বনাম শ্রীলঙ্কা

সবথেকে বেশী চার- সূর্যকুমার যাদব (ভারত)- ২৬ টি

সবথেকে বেশী ছয়- সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ১১ টি

সবথেকে বেশী অর্ধশতক- বিরাট কোহলি (ভারত)- ৪ টি

এক ইনিংসে শ্রেষ্ঠ বোলিং পরিসংখ্যান- স্যাম কারান (ইংল্যান্ড)- ৫/১০ বনাম আফগানিস্তান

সেরা বোলিং গড়- গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ৬.৩৩

সেরা বোলিং স্ট্রাইক রেট- আফিফ হুসেন (বাংলাদেশ)- ৬.০০

সেরা ইকোনমি রেট- নাসুম আহমেদ (বাংলাদেশ) – ৩.০০

সবচেয়ে বেশী মেডেন ওভার- ভুবনেশ্বর কুমার (ভারত) – ৩ টি

সবথেকে বেশী ডট বল- ফ্রেড ক্লাসেন (নেদারল্যান্ডস) -৯৩ টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *