T20 World Cup 2024: কাকভোরে বসবে ক্রিকেটের আসর, টি-২০ বিশ্বকাপ দেখতে ঘুম ভুলবে ভারতবাসী !! 1

T20 World Cup 2024: ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর ক্রিকেটজনতার নজর এখন ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। এবার নবরূপে ফিরতে চলেছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ। এতদিন মূলপর্বে দেখা যেত বারো দলকে। র‍্যাঙ্কিং-এর ভিত্তিতে সরাসরি জায়গা করে নিত আট দল। বাকি চার দল প্রথম রাউন্ডের ম্যাচগুলি থেকে সুযোগ পেত সুপার টুয়েলভ পর্বে। এবার থেকে সরাসরি মূলপর্বেই দেখা যাবে ২০টি দলকে। আঞ্চলিক কোয়ালিফায়ার টুর্নামেন্টগুলি থেকে মূলপর্বের খেলায় দেখা যাবে নেপাল, আয়ারল্যান্ড, উগান্ডার মত দেশগুলিকে। ক্রিকেটের প্রসারের জন্য এই কুড়ি দলের টি-২০ বিশ্বকাপ বেশ কার্যকরী হতে পারে বলে মত ক্রিকেটদুনিয়ার।

পাঁচ দলের মোট চারটি গ্রুপ থাকছে টুর্নামেন্টে। প্রতি গ্রুপের প্রতি সদস্য একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। তারপর সেরা দুই দল জায়গা করে নেবে পরের পর্বে। সুপার এইট পর্বে চার দলের দুটি করে গ্রুপ দেখা যাবে। এরপর থাকছে সেমিফাইনাল ও ফাইনাল। ওয়েস্ট ইন্ডিজের ৭ ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) আয়োজন করা হবে তা জানা গিয়েছিলো আগেই। আইসিসি’র বৈঠকে বার্বাডোজকে ফাইনালের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে। মার্কিন মুলুকে ম্যাচ আয়োজনের শিকে ছিঁড়েছে নিউ ইয়র্ক, টেক্সাস ও ফ্লোরিডার কপালে। টুর্নামেন্ট শুরুর প্রায় ছয় মাস আগেই টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ও সূচি প্রকাশ করে দিয়েছিলো আইসিসি। এবার জানা গেলো ম্যাচ শুরুর সময়’ও।

Read More: “ওকে এক্ষুনি দলে ফেরানো উচিত…”, রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা চেতেশ্বর পূজারাকে নিয়ে হৈচৈ টুইটারে !!

ক্রিকেটের জন্য রাত জাগবে ভারত-

T20 World Cup 2024 | Image: Twitter
T20 World Cup 2024 | Image: Twitter

যে গ্রুপ বিন্যাস প্রকাশ করা হয়েছে আইসিসি’র তরফ থেকে তা অনুযায়ী গ্রুপ-এ’তে ঠাঁই হয়েছে টিম ইন্ডিয়ার। তাদের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ জুন আইরিশদের বিপক্ষে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) যাত্রা শুরু করছে ভারতীয় দল। ৯ তারিখ তাদের দ্বিতীয় প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচের জন্য নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের উপকন্ঠে আইজেনহাওয়ার পার্কে ৩৪০০০ আসনবিশিষ্ট একটি অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হচ্ছে বলেও খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২ জুন গ্রুপের তৃতীয় ম্যাচ ভারতের। শেষ ম্যাচ ১৫ তারিখ কানাডার বিপক্ষে। এছাড়া গ্রুপ-বি’তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ-সি’র সদস্য নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি ও গ্রুপ-ডি’তে থাকছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের সময়ের দূরত্ব অনেকখানি। উদাহরণস্বরূপ বলা যায় যে নিউ ইয়র্কের থেকে ১০ ঘন্টা ৩০ মিনিট এগিয়ে ভারতের রাজধানী নয়া দিল্লী। এই বিশাল সময়ের ব্যবধানকে সূচি তৈরির সময় মাথায় রাখতে হচ্ছে আয়োজকদের। ক্রিকেটদর্শকদের একটা বড় অংশ ভারতীয়, স্পন্সরদের অধিকাংশ’ও ভারতীয়। তাই লাভের আশায় আইসিসি’কে ভারতের জনতার কথা ভেবেই ম্যাচের সময় নির্দিষ্ট করতে হচ্ছে। এখনও অবধি জানা যাচ্ছে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে আয়োজিত হবে টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ। রাত ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে ৭টি ম্যাচ। বাকি ১৪ ম্যাচ দেখতে ভোররাতে অ্যালার্ম দিয়ে উঠতে হবে ভারতবাসীকে। ভোর সাড়ে চারটের সময় রয়েছে সেগুলি। সময়ের বাধা যে অনুরাগীদের ক্রিকেটপ্রেমের পথে অন্তরায় হবে না, সে বিষয়ে অবশ্য দ্বিধাহীন আয়োজকেরা।

Also Read: ICC T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ, দেখে নিন কবে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত !!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *