T20 বিশ্বকাপের আগে বাড়ল বাংলাদেশের চাপ, আইসিসি কর্মকর্তার ভিসা জট ঘিরে নতুন বিতর্ক !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বেগ আরও বেড়েই চলেছে। সম্প্রতি ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপড়েনের মাঝে উঠে এসেছে পাকিস্তান যোগের খবর। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এবারের বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপের আসরে পাক বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে তৈরি হয়েছে একেরপর এক সমস্যা। কয়েকদিন আগে পাক বংশোদ্ভূত USA’র তারকা পেসার আলী খানকে ভিসার অনুমোদন দেয়নি ভারত সরকার। পাশাপশি, ভিসার জন্য অনুমোদন পাননি ইংল্যান্ডের আদিল রশিদ (Adil Rashid), রেহান আহমেদরা (Rehan Ahmed)। ২০২৫’এর পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক আরও বিগড়েছে।

ভারতে খেলতে না আসার আর্জি জানিয়েছে BCB

Bcb, icc
Bangladesh Cricket Board | Image: Getty Images

আসলে, ভারতের ভিসা নিয়ম অনুযায়ী – কোনও ব্যক্তি পরে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলেও তাঁকে জন্মসূত্রে যে দেশের নাগরিক ছিলেন, সেই দেশের পাসপোর্ট ব্যবহার করেই ভারতের ভিসার জন্য আবেদন করতে হয়। এই নিয়মই পাকিস্তান-বংশোদ্ভূত ক্রিকেটারদের ক্ষেত্রে বারবার জটিলতার সৃষ্টি করছে। আলী খান USA’এর নাগরিকত্ব গ্রহণ করলেও, কিংবা রশিদ ও রেহানরা ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় ভিসার জন্য তাঁদের পাকিস্তানি পাসপোর্টেই আবেদন করতে হয়েছে। ফলে ভিসা সংক্রান্ত সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। বিদেশি ক্রিকেটারের জন্য ভারতের ভিসা নীতি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। শুধু খেলোয়াড়দের জন্য নয় এবার আইসিসি কর্তাদের জন্যও ভিসা জনিত সমস্যা হতে পারে। আসলে আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দুই অধিকারিককে এবার বাংলাদেশে পাঠানোর কথা ছিল পরিস্থিতি যাচাই করার জন্য। তবে সেই প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠে এসেছে। চলমান সমস্যা মেটাতে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) শীর্ষ কর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক হওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

Read More: “রোহিতের ৫%’ও নন উনি.’, ভারতীয় কোচকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রাক্তন তারকা !!

ভিসা বাতিল করলো বাংলাদেশ

Icc
Sanjog Gupta | Image: Twitter

প্রথমে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের ঢাকা সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে জটিলতা দেখা দিয়েছে। আইসিসির এই দুই প্রতিনিধি দলে থাকা দুই সদস্যের মধ্যে একজন ভারতীয় সদস্যকে বাংলাদেশ ভিসা না দেওয়ায় সফর পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয় আইসিসি। ফলস্বরূপ, আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একাই ঢাকায় যাচ্ছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এফগ্রেভের সঙ্গে আইসিসির এক জন সিনিয়র কর্মকর্তারও ঢাকা যাচ্ছেন। ভারতীয় নাগরিক হওয়ায় বাংলাদেশে যেতে পারলেন না সংযোগ গুপ্তা।

Read Also: বাদ তিলক-সুন্দর, এন্ট্রি নিলেন শ্রেয়স-বিষ্ণু, প্রকাশ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *