t20-world-cup-ban-vs-nep-match-report

দিনকয়েক আগে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে অন্যতম সেরা অঘটন ঘটানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো নেপাল (NEP)। অন্যতম ‘ফেভারিট’ দক্ষিণ আফ্রিকাকে রান তাড়া করে প্রায় হারিয়েই দিয়েছিলো তারা। ভাগ্যের সঙ্গ না পাওয়ায় শেষমেশ ১ রানে হারতে হয় এভারেস্টের দেশ’কে। সেদিনই মাঠে দাঁড়িয়ে নেপাল অধিনায়ক রোহিত পউডেল (Rohit Paudel) ঘোষণা করেছিলেন যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টেস্ট খেলিয়ে বাংলাদেশকে হারিয়ে স্বপ্নপূরণ করতে চান তিনি ও তাঁর দল। আজ সেন্ট ভিনসেন্টের মাঠে নিজেদের সর্বস্ব দিয়ে টাইগার্সদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা নেপাল করলো ঠিকই, কিন্তু জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হলো না তাদের পক্ষে। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা থামলো ৮৫ রানে। পক্ষান্তরে ২১ রানের ব্যবধানে জিতে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ (BAN)।

Read More: “বিরাটও তো …”, পাকিস্তান দলকে বাঁচাতে কোহলির দিকে আঙুল তুললেন রশিদ লতিফ, করলেন তুলোধনা !!

ব্যাটিং নিয়ে চিন্তা থাকবে বাংলাদেশের-

BAN vs NEP | T20 World Cup | Image: Getty Images
BAN vs NEP | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বে ব্যাটিং নিয়ে সমস্যায় পড়েছিলো বাংলাদেশ। অনেকেই এর পিছনে নিউ ইয়র্কের পিচকে দায়ী করেছিলেন। কিন্তু আজ সেন্ট ভিনসেন্টের মাঠেও ঘুরে দাঁড়াতে পারলেন না বাংলাদেশী ব্যাটাররা। নেপালের বিরুদ্ধেও ভুগতে হলো শান্ত, লিটনদের (Litton Das)। ইনিংসের প্রথম বলেই সোমপাল কামি (Sompal Kami) ফিরিয়ে দেন তানজিদ হাসান তামিম’কে। আবারও হতাশ করলেন অধিনায়ক শান্ত (Najmul Hossain Shanto)। ৫ বলে ৪ করে ফেরেন সাজঘরে। রান পান নি লিটন দাস’ও। আজ নেপালের বিপক্ষে তাঁর সংগ্রহ মাত্র ১০। নেপালের বোলিং শক্তির বিরুদ্ধে এঁটে উঠতে না পারা বাংলাদেশ ব্যাটিং-কে দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিলেন মাঠে উপস্থিতি হাজারখানেক বাংলাদেশী সমর্থক।

আজ টাইগার্সদের হয়ে সর্বোচ্চ রান শাকিব আল হাসানের (Shakib al Hasan)। অভিজ্ঞ অলরাউন্ডার ২২ বলে করেন ১৭। মাহমুদুল্লাহ ১৩, জাকের আলি ১২করে ফেরেন। শেষ বেলায় রিশাদ হোসেনের ১৩ ও তাস্কিন আহমেদের ১২ রানের ইনিংস ১০০’র গণ্ডী পার করায় বাংলাদেশকে। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত বোলিং দিয়ে বেঁধে রেখেছিলেন নেপালী ক্রিকেটাররা। আজ ব্যাকফুটে রাখলেন বাংলাদেশকেও। প্রোটিয়াদের বিপক্ষে ৪ উইকেট পেলেও আজ সাফল্য পান নি কুশল ভুর্তেল (Kushal Bhurtel)। তবে নজর কাড়েন অন্যান্য বোলাররা। সোমপাল কামি, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লমিছানে (Sandeep Lamichhane) ও অধিনায়ক রোহিত পউডেল-সকলেই ২টি করে উইকেট পান। মাত্র ১০৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

দুরন্ত বোলিং-এ নেপাল বধ বাংলাদেশের-

BAN vs NEP | T20 World Cup | Image: Getty Images
BAN vs NEP | T20 World Cup | Image: Getty Images

মাসখানেক আগে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। সেই অধ্যায়কে পিছনে ফেলে কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) দুর্দান্ত ফর্মে তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অসাধারণ বোলিং করেছিলেন। আজ নেপালকে হারানোর পিছনেও বড় ভূমিকা রাখলেন। ইনিংসের তৃতীয় ওভারেই কুশল ভুর্তেলকে (Kushal Bhurtel) আউট করেন তিনি। এরপর অনিল শাহ, রোহিত পউডেল ও সন্দীপ জোড়া’কেও সাজঘরের রাস্তা দেখান সাকিব (Tanzim Hasan Sakib)। মাত্র ৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে অনন্য নজির স্থাপন করলেন তিনি।

দুরন্ত ছন্দে দেখা গেলো মুস্তাফিজুর রহমানকেও (Mustafizur Rahman)। চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে আইপিএলে (IPL) ভালো পারফর্ম্যান্স করেছিলেন তিনি। অভিজ্ঞ পেসার টি-২০ বিশ্বকাপেও ছন্দ ধরে রাখলেন।আসিফ শেখ, কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং আইরি’র (Dipendra Singh Airee) মত ব্যাটারকে ফিরিয়ে নেপাল ব্যাটিং-এ আঘাত হানেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন মুস্তাফিজুরও। জোড়া সাফল্য শাকিব-আল হাসানের (Shahkib al Hasan)। সোমপাল কামি (Sompal Kami) ও অবিনাশ ভোরাকে আউট করেন তিনি। ১ টি উইকেট পেয়েছেন তাস্কিন আহমেদ। বাংলাদেশের বোলিং বিক্রমে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় নেপাল দল। সুপার এইটের প্রথম গ্রুপে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স।

Also Read: T20 World Cup: ইতিহাস থেকে মাত্র ১ রান দূরে থামলো নেপাল, রুদ্ধশ্বাস লড়াইতে জয়ী দক্ষিণ আফ্রিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *