t20-world-cup-afg-vs-ban-match-rerport
AFG vs BAN | Image: Getty Images

T20 World Cup: গত বছরের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) ইংল্যান্ড, পাকিস্তানের মত হেভিওয়েট দেশকে হারিয়ে আফগানিস্তান (AFG) বুঝিয়ে দিয়েছিলো যে বাইশ গজের দুনিয়ায় তাদের হাল্কাভাবে নেওয়ার দিন এবার শেষ। ভারতের মাটিতে অল্পের জন্য সেমিফাইনাল খেলা হয় নি রশিদ খানদের। সেই অধরা লক্ষ্যকে সযত্নে লালন করেই যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে খেলতে এসেছিলো আফগান আটালান তা নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েই বুঝিয়ে দিয়েছিলো তারা। এরপর থেকে ধীরে ধীরে কেবলই উপরের দিকে উঠেছে তাদের পারফর্ম্যান্সের গ্রাফ। সুপার এইট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্নপূরণের খুব কাছাকাছি চলে গিয়েছিলো তারা। আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন ছিলো একটা জয়ের। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচের ভাগ্য বদলালো বারবার। কিন্তু শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে সাফল্য ছিনিয়ে নিলো আফগানরাই। ১০ রানের ব্যবধানে জিতে পা রাখলো সেমিফাইনালে।

Read More: ভিডিও: সতীর্থকেই ব্যাট দিয়ে মারতে ছুটলেন রশিদ খান, আফগান অধিনায়কের কাণ্ডে হাসির রোল ক্রিকেটদুনিয়ায় !!

ব্যাটিং সমস্যায় ফেলেছিলো আফগানিস্তান’কে-

Rahmanullah Gurbaz | T20 World Cup | Image: Getty Images
Rahmanullah Gurbaz | T20 World Cup | Image: Getty Images

নর্থ সাউন্ডের মাঠে প্রথম ব্যাট করতে নেমে বেশ চাপের মুখে পড়েছিলো আফগানিস্তান। শুরু থেকেই চাপ বাড়ান তাস্কিন আহমেদ, তানজিম হাসান সাকিব’রা (Tanzim Hasan Sakib)। শত চেষ্টা করেও বড় শট মারতে পারছিলেন না রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz), ইব্রাহিম জাদ্রানরা। শেষমেশ ১১তম ওভারের চতুর্থ বলে যখন প্রথম উইকেট হারান আফগানরা, তখন স্কোরবোর্ডে মাত্র ৫৯। ১৮ রান করতে আজ ২৯ বল খরচ করে বসেন ইব্রাহিম জাদ্রান। ব্যাটিং দুর্দশা চলে এরপরও। ১২ বলে ১০ করে ফেরেন আজমাতুল্লাহ ওমরজাই। ক্রিজের একপ্রান্ত সামলে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার মরিয়া প্রয়াস চালাচ্ছিলেন রহমানুল্লা গুরবাজ। কিন্তু ওমরজাই ফেরার কিছুক্ষণের মধ্যেই রিশাদ হোসেনের (Rishad Hossain) শিকার হন তিনিও। ৫৫ বলে আজ কেবল ৪৩ রানই করতে পেরেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

মহম্মদ নবি, গুলবদিন নাইবের মত ঝোড়ো ব্যাটাররাও আজ মন্থর পিচে বিশেষ সুবিধা করতে পারেন নি। অস্ট্রেলিয়া বধের নায়ক গুলবদিন আউট হন কেবল ৪ রান করে। আর ‘প্রেসিডেন্ট’ নামে খ্যাত নবি’র সংগ্রহে কেবল ১। এরপর করিম জানাত’কে (Karim Janat) সাথে নিয়ে মরিয়া লড়াই করতে দেখা গেলো অধিনায়ক রশিদ খান’কে। সাতে নেমে তিনি পরপর তিনটি ছক্কা হাঁকান। রশিদের ১০ বলে ১৯ রানের ক্যামিও’র ফলে ১০০ রানের গণ্ডী পেরোতে সক্ষম হয় আফগানরা। শেষমেশ ২০ ওভারে তারা থামে ৫ উইকেটের বিনিময়ে ১১৫ রান করে। বাংলাদেশের হয়ে মাত্র ১২ রান খরচ করে ১টি করে উইকেট নেন তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আবারও নজর কাড়লেন রিশাদ হোসেন। ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট তাঁর ঝুলিতে।

রশিদ-নবীনের দুরন্ত জুটি জেতালো আফগানদের-

Naveen ul Haq, Gulbadin Naib, Fazalhaq Faooqi | T20 World Cup | Image: Getty Images
Naveen ul Haq, Gulbadin Naib, Fazalhaq Faooqi | T20 World Cup | Image: Getty Images

১১৬ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমেছিলো বাংলাদেশ। ১২.৫ ওভারের মধ্যে ম্যাচ জিতলে তাদের সামনেও ছিলো আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে টপকে সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নেওয়ার সুযোগ। এহেন পরিস্থিতিতেও গুটিয়েই রইলো টাইগাররা। ম্যাচ যত গড়ালো ততই যেন খোলসের মুখে ঢুকে পড়লো বাংলাদেশ ব্যাটিং। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তানজিদ হাসান তামিম’কে সাজঘরে ফিরিয়ে প্রথম ধাক্কা দিয়েছিলেন ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi)। এরপর ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নবীন উল হকের বলে উইকেট হারান তিনি। ভারতীয় প্রাক্তনী বীরেন্দ্র শেহবাগের সমালোচনাকে যেন সত্যি প্রমাণিত করলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ব্যাট থেকে এলো ‘গোল্ডেন ডাক।’

সৌম্য সরকারের সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটন (Litton Das)। এমতাবস্থায় আফগানদের লড়াইতে ফেরান খোদ অধিনায়ক। প্রথমে সৌম্য (১০) ও পরে তৌহিদ হৃদয় (১৪) ফেরান তিনি। অভিজ্ঞ মাহমুদুল্লাহ ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন টাইগারদের হয়ে। আরও একবার ঝলসে ওঠেন রশিদই। পরপর দুই বলে মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেনকে আউট করে ম্যাচের রাশ তুলে দিয়েছিলেন আফগানদের হাতে। ১৭ রান খরচ করে ৪ উইকেট নেন রশিদ (Rashid Khan)। বাংলাদেশকে লড়াইতে রেখেছিলেন লিটন দাস। বাকি ম্যাচগুলিতে ব্যর্থ হলেও আজ কঠিন পরিস্থিতিতে অনবদ্য অর্ধশতক এলো তাঁর ব্যাট থেকে। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না তিনিও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরপর দুই বলে তাস্কিন ও মুস্তাফিজুরকে ফিরিয়ে জয় এনে দেন নবীন উল হক। অস্ট্রেলিয়ার দৌড়ে ইতি টেনে শেষ চারে পৌঁছে দেন আফগানিস্তান’কে।

Also Read: T20 World Cup: ট্র্যাভিস হেড তাণ্ডব সামলে দুরন্ত জয় ভারতের, বিদায়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *