T20 World Cup 2022: এবারের আইপিএলে দুর্দান্ত বোলিং করা উমরান মালিক এবং কুলদীপ সেন অস্ট্রেলিয়া যেতে পারবেন না। ভিসা না পাওয়ার কারণে তাদের এই সুযোগ হাতছাড়া হতে চলেছে। দিন দুয়েক পরেই অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। এই দুই বোলারকে নেট বোলার হিসেবে দলে জায়গা করে দেওয়া হয়েছিল। কিন্তু ভিসা না পাওয়ায় তাদের নাম প্রত্যাহার করা হতে পারে। এই দুই তরুণ খেলোয়াড়ের অস্ট্রেলিয়ার ভিসা পেতে বেশি সময় লাগছে। তাই এবার আর তাদের সেখানে যাওয়া হচ্ছে না।
ভিসা পাচ্ছেন না দুই তারকা
বিশ্বকাপের আসরের জন্য চারজন ফাস্ট বোলারকে বেছে নেওয়া হয়। স্পিডস্টার উমরান মালিক ছাড়াও মধ্যপ্রদেশের কুলদীপ সেন, চেতন সাকারিয়া এবং মুকেশ চৌধুরী এই তালিকায় ঠাঁই পান। ইতিমধ্যেই সাকারিয়া এবং মুকেশ চৌধুরী দলের বাকি খেলোয়াড়দের নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কুলদীপ সেন এবং উমরান মালিকের ভিসা পেতে দেরি হওয়ার কারণে বিসিসিআই তাদের নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এই দুই খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে না। তাদের জায়গায় ভারতীয় দলে যোগ দেবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া চলে গেছেন শামি।
কেন পাচ্ছেন না ভিসা?
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ১৫ জন খেলোয়াড় এবং রিজার্ভ খেলোয়াড়দের ভিসার নিদান থাকলেও নেট বোলারদের ক্ষেত্রে এমন কোন নিয়ম নেই। মহম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই এবং দীপার চাহার ভারতীয় দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। তবে পরে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান চাহার। উমরান মালিক এবং কুলদীপ সেন তালিকায় ছিলেন না, তাই তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রচুর সময় লাগছে। সৈয়দ মুশতাক আলি ট্রফির জন্য জম্মু ও কাশ্মীর দলেও জায়গা করে দেওয়া হয়েছে মালিককে। ভারতীয় দল পার্থের উদ্দেশে রওনা হয়েছে ৫ অক্টোবর।
বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, “তারা (মালিক এবং কুলদীপ) এখন (অস্ট্রেলিয়া) যাবেন না কারণ আইসিসি ১৭ অক্টোবরের পরে নেট বোলার উপলব্ধ করবে। অন্য নেট বোলাররা কয়েক দিনের মধ্যে সেখানে চলে যাবে। আমরা তাদের ভিসার জন্য চেষ্টা করেছি কিন্তু কিন্তু ভিসা মেলেনি তাই তাকে সৈয়দ মোশতাক আলী ট্রফি খেলতে বলা হয়েছে।” উল্লেখ্য, উমরান মালিক প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করার ক্ষমতা রাখেন।