ওপেনিং ব্যাটিং জুটি
এই মুহূর্তে ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে পাকিস্তানের বাবর আজম এবং রিজওয়ান জুটি বিশ্বের যেকোনো দলের কাছে অন্যতম চিন্তার কারণ। এছাড়াও যদি এই ওপেনিং জুটি দীর্ঘ্য সময় ধরে উইকেটে জমে যায় তাহলে তারা বিশ্বের যেকোনো বোলারদের তছনছ করে দেবার ক্ষমতা রাখেন। এই বছর বিশ্বকাপের শুরু থেকে এই দুই ব্যাটসম্যান সেই ভাবে একত্রে কোনো বড়ো পার্টনারশীপ গড়ে তুলতে পারছিলোনা যার ফলে দলের বাকি ব্যাটসম্যানদের কাঁধে সেই দায়িত্ব এসে পড়ছিলো কিন্তু সেমিফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের অভিজ্ঞ বোলিং এট্যাক সামলে এই দুই জুটি রান তারা করতে নেমে শতরানের পার্টনারশীপ তৈরি করে। এই পার্টনারশিপের পর পাকিস্তানের কাছে ফাইনালে পৌঁছানো অনেকটাই সহজ হয়ে গেছিলো বলে মনে করা যায়।