খারাপ অধিনায়কত্ব
বর্তমান ভারতীয় দলের আহ্দিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) যিনি ক্রিকেটের এই সব থেকে ছোট ফরম্যাটের সফল অধিনায়কদের তালিকায় অন্যতম একজন। আইপিএল এর মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সকে সর্বাধিকবার ট্রফি জেতানো এই অধিনায়ক এই বছর ব্যাটে সেই ভাবে জ্বলে না উঠলেও অধিনায়ক হিসাবে ভালো ভাবেই দলকে পরিচালনা করে চলছিলেন। কিন্তু ক্রিকেট ফ্যানরা আশা করেছিলেন সেমিফাইনালের মঞ্চে তিনি পুনরায় ব্যাট হাতে আবার স্বমহিমায় ফিরে আসবেন এবং ভারতীয় দলকে ফাইনালের পৌঁছে দেবেন। কিন্তু সবার চিন্তা ভাবনাকে ব্যর্থ করে সেমিফাইনালের মঞ্চে তিনিবাত হাতেও যেমন ব্যর্থ হয়েছেন ঠিক তেমনি তার বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণে ভারতীয় দল এই বছরের বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারলো না বলেই মনে করা যাচ্ছে।