t20-wc-nepal-fan-jumps-into-pool

গত কয়েক বছরে ক্রিকেটের আঙিনায় দুর্দান্ত উন্নতি করেছে নেপাল দল। ২০২৩-এ এশিয়া কাপ খেলার পর ২০২৪-এ তারা আদায় করেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ছাড়পত্র। প্রথমবার আইসিসি আয়োজিত কোনো বড় টুর্নামেন্টে খেলতে নেমেও যথাসাধ্য চেষ্টা করেছেন রোহিত পউডেল (Rohit Paudel), সোমপাল কামি’রা। একবারও বড় মঞ্চে বেমানান লাগে নি তাঁদের। বরং দক্ষিণ আফ্রিকার (SA) মত হেভিওয়েট দলের বিরুদ্ধে প্রায় জয় ছিনিয়ে নেওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলো তারা। দুর্ভাগ্যজনক ভাবে হারতে হয় ১ রানে। ক্রিকেট বিশেষজ্ঞদের মন জিতেছে এভারেস্টের দেশ। আফগানিস্তানের পর ভারতীয় উপমহাদেশ থেকে ক্রিকেটের মূল স্রোতে উঠে আসার ক্ষমতা যদি কোনো দেশের থাকে, তাহলে তা নেপাল’ই (NEP), বলছেন অনেকে।

Read More: T20 World Cup: জুনিয়র সাকিবের দাপটে নেপালকে হারালো বাংলাদেশ, পা রাখলো সুপার এইটে !!

 স্যুইমিং পুলে ঝাঁপ সমর্থকের-

Nepali Fans During T20 World Cup | Image: Twitter
Nepali Fans During T20 World Cup | Image: Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে সবেমাত্র পথচলা শুরু করেছেন নেপাল (NEP)। কিন্তু এরমধ্যেই এক দুর্দান্ত সমর্থক ভিত্তি তৈরি হয়েছে তাদের। গত বছর যখন এভারেস্টের দেশ ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) যোগ্যতা অর্জন টুর্নামেন্টের ছাড়পত্র আদায় করেছিলো, তখন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে ভীড় জমিয়েছিলেন জনতা। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য সুদূর ওয়েস্ট ইন্ডিজেও পাড়ি জমাতে দেখা গিয়েছে অনেককে। তাঁদের হাতে ধরা পোস্টারে রয়েছে বার্তা, ‘এগিয়ে চলো নেপাল।’ আজ সেন্ট ভিনসেন্টের মাঠে বাংলাদেশ বনাম নেপাল (BAN vs NEP) ম্যাচ চলাকালীনও দেখা মিললো এমনই এক ‘প্যাশনেট’ সমর্থকের। তখন ব্যাটিং করছিলো বাংলাদেশ, টাইগার্সদের এক উইকেট পড়তেই উৎসবে মেতে ওঠেন ঐ নেপালী সমর্থক। তাঁর উদ্‌যাপনের ভঙ্গি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্যালারিতে স্যুইমিং পুল রাখা হয়েছে সমর্থকদের জন্য। জলকেলির মাঝে ক্রিকেট উপভোগ করতে দেখা গিয়েছে অনেককে। আজকের ম্যাচেও নেপালের উইকেট লাভ উদ্‌যাপন করতে ঐ স্যুইমিং পুলেই লাফ দিয়ে পড়তে দেখা গেলো জনৈক সমর্থককে। গায়ে প্রিয় দলের নীল জার্সি, হাতে দেশের পতাকা ছিলো তাঁর। কিন্তু কিছুর তোয়াক্কা না করেই জলে ঝাঁপ দেন তিনি। এরপর সেই স্যুইমিং পুলে বেশ কিছুক্ষণ চলে সমর্থকের সেলিব্রেশন। এই ভিডিও মন জিতেছে ক্রিকেটজনতার। নজরে এসেছে খোদ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র (ICC)। তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঐ সমর্থকের ভিডিও শেয়ার করেছে। কয়েকঘন্টাতেই প্রায় ৪.৫ লক্ষ মানুষ ‘লাইক’ করেছেন সেই ভিডিও।

দেখে নিন ঘটনাটি-

বাংলাদেশের বিপক্ষে হার নেপালের-

BAN vs NEP | T20 World Cup | Image: Getty Images
BAN vs NEP | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্রথম আবির্ভাবে অবশ্য জয়শূন্যই থাকতে হলো নেপাল’কে। এর আগে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছিলো তারা। ফ্লোরিডাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। আর আজ সেন্ট ভিনসেন্টের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেও ২১ রানে হারতে হলো নেপালকে। প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দারুণ বোলিং করেন সোমপাল কামি (Sompal Kami), সন্দীপ লমিছানে, রোহিত পউডেল, দীপেন্দ্র সিং আইরি’রা (Dipendra Singh Airee)। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি নেপালী ব্যাটাররাও। তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও শাকিব আল হাসানের দুরন্ত বোলিং ৮৫ রানে থামিয়ে দেয় তাদের। কোনো ম্যাচ না জিতলেও নেপালের লড়াই কুর্নিশ আদায় করেছে।

Also Read: বিশ্বকাপের মাঝে ইন্ডিয়ার সাথ ছাড়লেন রাহুল দ্রাবিড়, এই দলের নিলেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *