t20-wc-namibia-vs-oman-match-report

T20 World Cup: গতকাল থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের প্রথম খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছিলো কানাডা’কে। ডালাসে একপেশে উদ্বোধনী ম্যাচের পর দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ (WI) ও পাপুয়া নিউ গিনি (PNG)। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হলো দুইবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়নদের। শেষমেশ রাসেল, চেজদের সৌজন্যে জয় পায় তারা। প্রথম দিনের জমজমাট দুই দ্বৈরথের পর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটিকে ঘিরেও চড়েছিলো প্রত্যাশার পারদ। বার্বাডোজের মাঠে সম্মুখসমরে নেমেছিলো দুই অ্যাসোসিয়েট দেশ নামিবিয়া ও ওমান। হতাশ করলেন না ক্রিকেটাররা। টুর্নামেন্টের ইতিহাসে এক অন্যতম সেরা ম্যাচ উপহার দিলো দুই দল।

টসের মুদ্রা আজ পড়েছিলো নামিবিয়ার পক্ষে। আফ্রিকার দেশ প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায়। রুবেন ট্রাম্পলম্যানের (Ruben Trumpleman) বিধ্বংসী বোলিং-এ মুখ থুবড়ে পড়েছিলো ওমান। দ্রুত একের পর এক উইকেট খুইয়ে ফেলার পর তাদের হয়ে খানিক প্রতিরোধ গড়েন জিশান মাকসুদ ও খালিদ কাইল (Khaleed Kail)। চেষ্টা করেন আয়ান খান’ও। কিন্তু অভিজ্ঞ ডেভিড উইসের (David Weisse) দাপটে ফের একবার ধস নামে ওমানের ব্যাটিং-এ। শেষমেশ ১০৯ রানে থামতে হয় তাদের। রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও নিকোলাস ডেভিন ও ইয়ান ফ্রাইলিঙ্কের সৌজন্যে জয়ের দিকে এগোচ্ছিলো নামিবিয়া। কিন্তু আয়ান খান, মেহরান খান’রা সহজে রাজী ছিলেন না হার মানতে। ২০ ওভার শেষে নামিবিয়াও আটকে যায় ১০৯তেই। অগত্যা সুপার ওভার। শেষমেশ ডেভিড উইসের অভিজ্ঞতায় বাজিমাত নামিবিয়ানদের।

Read More: ১৩৭ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে চরম বিপাকে পড়লো উইন্ডিজ, চেজ-রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে আসলো প্রথম জয় !!

৪০ ওভারের লড়াইতে মিললো না ফলাফল-

Namibia vs Oman | T20 World Cup | Image: Getty Images
Namibia vs Oman | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ঘোর সমস্যার মুখে পড়তে হয়েছিলো ওমানকে। ওপেনার কাশ্যপ প্রজাপতি সাজঘরে ফেরেন ইনিংসের প্রথম বলেই। রুবেন ট্রাম্পলম্যানের ডেলিভারি আছড়ে পড়ে তাঁর প্যাডে। দ্বিতীয় বলেও ফের উইকেট তুলে নেন ট্রাম্পলম্যান। এবার তাঁর শিকার ওমান অধিনায়ক আকিব ইলিয়াস (Aqib Illyas)। হ্যাট্রিকের দোরগোড়ায় পৌঁছেও মাইলস্টোন ছুঁতে পারেন নি নামিবিয়ান পেসার। তবে নিজের দ্বিতীয় ওভারে তিনি তুলে নেন নাসিম খুশির উইকেট। ম্যাচে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট পান তরুণ বোলার। জিশান মাকসুদ ২২ ও খলিল কাইল ৩৪ রান করলেও জারি ছিলো নামিবিয়ার বোলিং ঝড়। ৩ উইকেট তুলে নেন অভিজ্ঞ ডেভিড উইসে (David Weisse)। ১৯.৪ ওভারে ১০৯ রানেই অল-আউট হয় ওমান। আয়ান খানের ১৫ ও শাকিল আহমেদের ১১ ছাড়া দুই অঙ্কের রানে পৌঁছতে পারেন নি কেউ।

১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো নামিবিয়াও। আউট হন মাইকেল ফান লিঙ্গেন। কিন্তু এরপর দাপুটে ব্যাটিং দেখা যায় নিকোলাস ডেভিন ও ইয়ান ফ্রাইলিঙ্কের (Jan Frylinck) থেকে। ২৪ করেন ডেভিন। ফ্রাইলঙ্কের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৪৫ রান। ৬টি চারের মাধ্যমে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি। অধিনায়ক জেরার্ড ইরাসমাস (Gerard Erasmus) আউট হন ১৬ ব্লে ১৩ রান করে। টপ-অর্ডারের তিন তারকা ফিরতেই যেন তাসের ঘরের মত ভাঙতে থাকে নামিবিয়া ব্যাটিং লাইন-আপ। জেজে স্মিট, ডেভিড উইসে, জেন গ্রিন, মালান ক্রুগার-রান পান নি কেউই। একটা সময় ম্যাচ থেকে হারিয়ে যেতে বসা ওমান দুর্দান্ত কামব্যাক করে শেষের ওভারগুলোয়। ৩ উইকেট নেন মেহরান খান (Mehran Khan)। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে নামিবিয়াও আটকে যায় ১০৯ রানেই।

ফয়সালার জন্য লাগলো সুপার ওভার-

Namibia vs Oman | T20 World Cup | Image: Getty Images
Namibia vs Oman | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) টাইয়ের ইতিহাস নতুন নয়। প্রথম সংস্করণে ভারত বনাম পাকিস্তান ম্যাচ’ও অমীমাংসিত ছিলো ৪০ ওভারের ধুন্ধুমার যুদ্ধের পর। সেই যাত্রায় বোল-আউটে জিতেছিলো টিম ইন্ডিয়া। তবে নামিবিয়া (NAM) বনাম ওমান (OMAN) ম্যাচের ফয়সালা হলো সুপার ওভারে। ব্যাটিং ও বোলিং-এর জন্য অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড উইসে’কে (David Weisse) বেছে নিয়েছিলো নামিবিয়া। ব্যাটিং-এ তাঁর সঙ্গী হন জেরার্ড ইরাসমাস। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার নিজের জাত চেনালেন কুড়ি-বিশের বিশ্বমঞ্চে। প্রথমে ব্যাটিং করে নামিবিয়া। বিলাল খানের (Bilal Khan) ওভারে চার মেরে শুরুটা করেছিলেন উইসে। দ্বিতীয় বলে আসে ছক্কা। ওভারের ৬ বল থেকে মোট ২১ রান তুলতে সক্ষম হয়েছিলেন উইসে ও ইরাসমাসের জুটি।

২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিলো ওমান। জিশান মাকসুদ (Zeeshan Maqsood) ও নাসিম খুশির জুটিতে ভরসা রেখেছিলো তারা। প্রথম বলে দুই রান পায় ওমান। দ্বিতীয় বলে কোনো রান হয় নি। তৃতীয় বলে বাজিমাত করে নামিবিয়াকে চামকের আসনে বসিয়ে দেন ডেভিড উইসে’ই। নাসিম খুশির লেগ স্টাম্প উপড়ে দেয় নামিবিয়ান অলরাউন্ডারের ডেলিভারি। ওভারের বাকি ৩ বল থেকে আরও ৮ রান সংগ্রহ করতে পারে ওমান। শেষ বলে ছক্কা আকিব ইলিয়াস ছক্কা হাঁকালেও যথেষ্ট ছিলো না তা। বি গ্রুপের ম্যাচে জয় দিয়েই শুরু করে নামিবিয়া। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি সুপার ওভারে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হন ডেভিড উইসে (David Weisse)। নামিবিয়ার পরবর্তী ম্যাচে ৭ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে। ৬ তারিখ ওমানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Also Read: T20 বিশ্বকাপের আগেই দলে বড় পরিবর্তন, অধিনায়ত্ব পেলেন কোহলি তো ভাগ্য খুললো এই তরুণ ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *