INDW vs PAKW: লো-স্কোরিং ম্যাচে পাক বধ ভারতের, জিতেও স্বস্তিতে নেই ‘উইমেন ইন ব্লু’ !! 1

INDW vs PAKW: মধ্যপ্রাচ্যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরুটা মোটেও ভালো হয় নি ভারতের মেয়েদের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের বিশাল ব্যবধানে হেরে বসেছিলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌরেরা। মুখ থুবড়ে পড়েছিলো নেট রান রেট। আজ পাকিস্তানের বিপক্ষে (INDW vs PAKW) মাঠে নামার আগে রীতিমত চিন্তায় ছিলো ‘উইমেন ইন ব্লু’ শিবির। হারলে ছিটকে যেতে হত টুর্নামেন্ট থেকে। ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া (Team India)। চিরপ্রতিদ্বন্দ্বীদের নিউ ইয়র্কের মাঠে মাসখানেক আগে হাড্ডাহাড্ডি যুদ্ধে হারিয়েছিলো ভারতের পুরুষ দল। রোহিতদের পদাঙ্ক অনুসরণ করলেন মেয়েরাও। দুবাইতে টসে জিতে প্রথমে ব্যাটিং করেছিলো পাকিস্তান। তাদের ছুঁড়ে দেওয়া ১০৬ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতেই পেরিয়ে গেলো ভারত।

Read More: IND vs BAN 1ST T20I 2024 TOSS REPORT: টস জিতলো ভারত, সিরিজে এগিয়ে থাকতে বাংলাদেশ দলে এন্ট্রি নিলেন এই তারকা !!

পাকিস্তানকে অল্প রানে আটকে রাখে ভারত-

INDW vs PAKW | Image: Getty Images
INDW vs PAKW | Image: Getty Images

গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে ও ডেথ বোলিং-এর সমস্যা চাপে ফেলেছিলো টিম ইন্ডিয়াকে। আজ নিজেদের অনেকখানি শুধরে নিলেন হরমনপ্রীত’রা (Harmanpreet Kaur)। প্রথম ওভারের শেষ বলেই পাক ওপেনার গুল ফিরোজা’কে বোল্ড করেন রেণুকা ঠাকুর সিং। ১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তিনে নামা সিদরা আমিন’কে বোল্ড করেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। সপ্তম ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। অরুন্ধতী রেড্ডি’র বলে আউট হন ওমাইনা সোহেল। ৮ বলে ৩ রানের বেশী করতে পারেন নি তিনি। ভারতের আক্রমণ সামলে রুখে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার মুনিবা আলি (Muneeba Ali)। শ্রেয়াঙ্কা পাতিলের বলে স্টাম্পড হন তিনি। ২৬ বলে করেন ১৭ রান।

বল হাতে আজ নিঃসন্দেহে ভারতের সেরা পারফর্মার অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy)। আলিয়া রিয়াজকে ৪ রানের মাথায় আউট করেন তিনি। এছাড়া পাকিস্তানকে প্রত্যাঘাতের স্বপ্ন দেখানো নিদা ডারের উইকেট’ও জমা পড়েছে ডান হাতি মিডিয়াম পেসারের ঝুলিতে। ২৮ করে আউট হন নিদা। ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন অরুন্ধতী। গত ম্যাচে উইকেটের পিছনে বেশ নড়বড়ে ছিলেন রিচা ঘোষ (Richa Ghosh)। কিন্তু আজ বাজপাখির ক্ষিপ্রতায় যেভাবে ধরলেন পাকিস্তান অধিনায়িকা ফতিমা সানা’র ক্যাচ, তাকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেটজনতা। রেকর্ড বইয়ের পাতায় উইকেটটি আশা শোভনা’র নামে লিপিবদ্ধ হলেও আদতে তার কারিগর বঙ্গতনয়াই। শ্রেয়াঙ্কা পাতিলের বলে খাতা খোলার আগেই ফেরেন তুবা হাসান। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ১০৫ রান। ১৪ ও ৬ করে অপরাজিত ছিলেন সাইদা আরুব শাহ ও নাশরা সান্ধু।

জিতেও কঠিন পরীক্ষার মুখে টিম ইন্ডিয়া-

INDW vs PAKW | Image: Getty Images
INDW vs PAKW | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে (INDW vs PAKW) রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিলো ভারত। পঞ্চম ওভারেই ফিরে যান স্মৃতি মন্ধানা। তারকা ওপেনারের খারাপ ফর্ম অব্যাহত। আজ ১৬ বলে ৭-এর বেশী এগোতে পারেন নি তিনি। আরেক ওপেনার শেফালী ভার্মাকেও চেনা ধুন্ধুমার মেজাজে পাওয়া যায় নি আজ। বরং দুবাইয়ের মন্থর পিচে বড় শট মারার ক্ষেত্রে বেশ দ্বিধাতেই ছিলেন তিনি। শেষমেশ ৩৫ বলে ৩২ করে হন সাদিয়া ইকবালের শিকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে নেমেছিলেন হরমনপ্রীত কৌর (Harmapreet Kaur)। রান পান নি। আজ নয়া স্ট্র্যাটেজি নেন কোচ অমল মুজুমদার। জেমিমা রড্রিগসকে নামান তিনে। পছন্দের চার নম্বরেই দেখা যায় হরমন’কে। কাজে এসেছে এই পরিকল্পনা। জেমি’র ২৮ বলে ২৩ ও হরমনের ২৪ বলে ২৯ ভারতের জয়ের ভিত মজবুত করেছে।

ইনিংসের মাঝপথেও খানিক চাপ বেড়েছিলো ভারতের উপর। জেমিমা আউট হওয়ার পর ‘গোল্ডেন ডাক’ করে সাজঘরে ফেরেন রিচা ঘোষ। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় হরমনপ্রীতকেও। তবে দীপ্তি শর্মা ও এস সাজানা বাকি পথটুকু এগিয়ে নিয়ে যান ‘উইমেন ইন ব্লু’কে। ১৮ ওভার ৫ বলেই ভারত ছুঁয়ে ফেলে লক্ষ্যমাত্রা। আজকের এই জয় নিঃসন্দেহে খানিক অক্সিজেন যোগালো ভারতের মেয়েদের। কিন্তু পরবর্তী পর্বে পা দেওয়ার লড়াইতে এখনও বেশ পিছনেই রয়েছে দল। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে। পাকিস্তানের বিরুদ্ধে (INDW vs PAKW) ২ পয়েন্ট এলেও  কিউইদের বিপক্ষে বিশাল হারের ফলে -১.২১৭ নেট রান রেট নিয়ে তারা এখন এ গ্রুপে পঞ্চম স্থানে। শেষ চারে পৌঁছতে গেলে বাকি সবক’টা ম্যাচে নিখুঁত পারফর্ম্যান্স প্রয়োজন। ভারতের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Also Read: IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক দেখালো টিম ইন্ডিয়া, বিশ্বকাপে প্রথম জয় পেতে হারমানদের টার্গেট ১০৬ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *