t20-wc-receive-terror-threat-from-pak

এগিয়ে আসছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী জুন মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৯ তারিখ অবধি। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলা এই প্রতিযোগিতাকে ঘিরে প্রতীক্ষার প্রহর গুণছেন ক্রিকেটজনতা। এবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজিত হতে চলেছে নতুন আঙ্গিকে, অনেক বড় আকারে। মোট ২০টি দল থাকবে মূলপর্বে। তাদের পাঁচ দলের চারটি গ্রুপে ভাগ করে চলবে খেলা। প্রতি গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রাহক দুটি দেশ যাবে দ্বিতীয় পর্বে। সেখানের আট দলকে ফের দুটি গ্রুপে ভাগ করা হবে। সর্বোচ্চ পয়েন্টে থাকা দুটি করে দল যাবে সেমিফাইনালে। এরপর শেষ চারের যুদ্ধে জয়ী দলগুলি খেলবে ফাইনাল।

দিন যত এগিয়ে আসছে ততই জোরকদমে চলছে প্রস্তুতি। ইতিমধ্যে আয়োজক সংস্থা আইসিসি প্রকাশ করেছে গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্ট সূচি। একই সাথে কাজ চলছে পরিকাঠামো উন্নয়নেরও। নিউ ইয়র্কের উপকন্ঠে নাসাও কাউন্টিতে টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup) মাথায় রেখে গড়ে তোলা হচ্ছে ৩৪০০০ আসনবিশিষ্ট এক নয়া স্টেডিয়াম। ৯ জুন ভারত-পাক ম্যাচ আয়োজিত হবে এই মাঠে। হাত গুটিয়ে বসে নেই বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাগুলিও। তারকা খেলোয়াড়রা অধিকাংশই আইপিএলে ব্যস্ত থাকলেও ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মত দেশগুলি। টুর্নামেন্ট নিয়ে যখন তুঙ্গে উত্তেজনা তখন আশঙ্কার খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে।

Read More: “বেচারা শোধরাবে না…” ব্যান হওয়ার পরেও সেলিব্রেশন অব্যহত হার্ষিত রানার, সমাজ মাধ্যমে পড়লেন ট্রোলের মুখে !!

টুর্নামেন্টে বিঘ্ন ঘটানোর ছক পাকিস্তানের-

T20 World Cup Trophy | Image: Getty Images
T20 World Cup Trophy | Image: Getty Images

 

মোট দশটি ভেন্যুতে আয়োজিত হতে চলেছে কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup)। এর মধ্যে রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা, বার্বাডোজ, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মত মোট সাতটি ভেন্যু। এছাড়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ডালাস ও নিউ ইয়র্ক। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মত মেগা টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর আয়োজক সংস্থা আইসিসি। আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রও ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তার বজ্র আঁটুনিতে কোনো রকম ফাঁক যাতে না থাকে তা নিশ্চিত করতে ব্যস্ত।

টুর্নামেন্টের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে তখন সামনে এসেছে চমকপ্রদ নাশকতার ছক। জনপ্রিয় ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকবাজের তরফ থেকে দাবী করা হয়েছে যে সূত্র মারফত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংস্থা জানতে পেরেছে যে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা চলছে। ছক কষা হচ্ছে পাকিস্তানের উত্তর অংশ থেকে। এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে ক্যারিবিয়ান ক্রিকেট সংস্থা। সতর্ক হয়েছে আইসিসি’ও। তাদের তরফ থেকে ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপকে ঘিরেও নাশকতার হুমকি দিয়েছিলো খলিস্তানপন্থীরা। যদিও শেষমেশ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিলো টুর্নামেন্ট।

Also Read: T20 বিশ্বকাপে ওপেনিং করবেন না রোহিত শর্মা, এই প্লেয়ারের হাতেই তুলে দেওয়া হলো গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *