রবিবারের সকালে এক অনবদ্য ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রিয় জনতা। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে অস্ট্রেলিয়াকে (AUS) হারিয়ে দিলো আফগানিস্তান (AFG)। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ক্যাঙারুবাহিনীকে বাগে পেয়েও শেষ হাসি হাসতে পারেন নি রশিদ, মুজির’রা। গ্লেন ম্যাক্সওয়েলের এক অবিশ্বাস্য ইনিংসে স্বপ্ন ভেঙেছিলো তাঁদের। আজ অবশ্য আগাগোড়া দুর্ধর্ষ বোলিং করে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়লো আফগান আটালান। প্রথম ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৪৮ রান যোগ করেছিলো আফগানিস্তান। রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়া গুলবদিন নাইব (Gulbadin Naib) ও নবীন উল হকের বোলিং বিক্রমের সামনে গুটিয়ে যায় ১২৭ রানেই। আফগানদের এই জয়ে জমে উঠলো টি-২০ বিশ্বকাপ। ম্যাচের পর কেবল ক্রিকেটমহল নয়, কেঁপে উঠলো পৃথিবীও।
Read More: T20 World Cup: ওয়াংখেড়ের বদলা কিংসটাউনে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের লড়াই জমিয়ে দিলো আফগানিস্তান !!
ভূমিকম্পে কেঁপে উঠলো সেন্ট ভিনসেন্ট-
কিংসটাউনের মাঠে যেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘বদলার’ ম্যাচে জয় ছিনিয়ে নিলো আফগানিস্তান (AFG), সেদিনই ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ত্রিনিদাদের পোর্ট অফ স্পেন থেকে ৯৭ কিলোমিটার দূরে একটি অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছুঁয়েছে ৬.২। সেন্ট ভিনসেন্টে যেখানে ম্যাচ আয়োজিত হয়েছিলো, তা থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল বেশ খানিকটা দূরে হলেও ভালোই অনুভূত হয় কম্পন। মাঠে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দর্শকদের অনুরোধ করা হয় জানলা থেকে দূরে সরে দাঁড়াতে। সেন্ট ভিনসেন্টের পাশাপাশি গায়ানার উত্তর-পশ্চিমাংশেও অনুভূত হয়েছে আজকের ভূমিকম্প। ক্ষয়ক্ষতির খবরাখবর এখনও সামনে আসে নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠলেন নবীন-
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছে আফগানিস্তান। খেলা শেষেই তাদের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন আফগান পেসার নবীন উল হক (Naveen-ul-Haq)। মার্চ মাসে রশিদ খানদের বিরুদ্ধে একটি T20 সিরিজ খেলার কথা ছিলো অজিদের। কিন্তু মহিলাদের নিরাপত্তা ও মানবধিকার রক্ষায় আফগানিস্তানের ব্যর্থতার ইস্যুতে তা বাতিল করে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। এর আগেও একই কারণে একটি সিরিজ বাতিল করেছিলো তারা। ভালো চোখে বিষয়টি নেন নি আফগান ক্রিকেটাররা। আজ জয় পাওয়ার পরেই নবীনের ইনস্তাগ্রাম পোস্টে যেন অবজ্ঞার জবাব দেওয়ার ইঙ্গিত মিললো। পোস্টের ক্যাপশনে চুপ করানোর ইমোজি পোস্ট করেছেন তিনি। যেন ‘চুপ’ করাতে চেয়েছেন প্রতিপক্ষকেই।