INDW vs SLW: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) বেশ কঠিন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের ব্যবধানে হেরে নেট রান রেটের নিরিখে অনেকখানিক পিছিয়ে পড়েছিলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌর’রা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে কিছুটা অক্সিজেন জোগাড় করতে পেরেছেন তাঁরা। কিন্তু এখনও পুরোপুরি বিপন্মুক্ত বলা যাচ্ছে না ভারতকে (Team India)। গ্রুপ-এ’র পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তারা। সেমিফাইনালে পা রাখতে গেলে গ্রুপের বাকি ম্যাচগুলিতে জেতা ছাড়া রাস্তা খোলা নেই ‘উইমেন ইন ব্লু’র সামনে। আজ দুবাইয়ের মাঠে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চলতি টুর্নামেন্টে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপে সবার শেষে রয়েছে তারা। বিদায় একপ্রকার নিশ্চিত। ছিটকে যাওয়ার আগে মরণকামড় দেওয়ার চেষ্টায় থাকবেন চামারি আতাপাত্তু, নীলাক্ষি ডি সিলভা’রা।
Read More: IND vs BAN: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে মোরিয়া বাংলাদেশ, এন্ট্রি নিলেন রোহিত-বিরাটকে আউট করা পেসার !!
INDW vs SLW ম্যাচের সময়সূচি-
মহিলাদের টি-২০ বিশ্বকাপ
ম্যাচ নং- ১৩
তারিখ- ০৯/১০/২০২৪
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, দুবাই
সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)
Dubai International Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ বেশ মন্থর। চলতি টুর্নামেন্টে বারবার দেখা গিয়েছে বল পিচে পড়ে নীচু থাকতে। ফলে বড় শট খেলতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্যাটারদের। এহেন বাইশ গজে কার্যকরী ভূমিকা নিতে পারেন দুই পক্ষের স্পিনার’রা। সন্ধ্যেবেলা আয়োজিত হওয়ার কথা ম্যাচটি। কিন্তু দুবাইতে এখনও শিশিরকে বড় ভূমিকা নিতে দেখা যায় নি। এখানে এখনও পর্যন্ত ১০১টি টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে কেবল ৪৬টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ৫৪টি ম্যাচে। ১টি ম্যাচ থেকে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক পরিসংখ্যান মাথায় রেখে হয়ত রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।
Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
দুবাইতে টি-২০ বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা (INDW vs SLW) মহিলা দল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ মেঘমুক্ত থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজ নেই দুইবাইতে। যা স্বস্তি যুগিয়েছে ক্রিকেটজনতাকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪৬ শতাংশের কাছাকাছি। বায়ুপ্রবাহের গতিবেগ ২৩ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা।
INDW vs SLW হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও শ্রীলঙ্কা (INDW vs SLW), দুই দেশের মহিলা ক্রিকেট দল টি-২০’র আসরে মুখোমুখি হয়েছে ২৪ বার। দাপট রয়েছে ভারতের মেয়েদের। তারা জিতেছে ১৯টি ম্যাচ। পক্ষান্তরে শ্রীলঙ্কা জয় পেয়েছে ৫টি ম্যাচে। দুই দল শেষবার মুখোমুখি হয়েছে চলতি বছরে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে। সেই ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিলো শ্রীলঙ্কা। দুবাইরের মাঠে লড়াই যে সহজ হবে না তা গত ম্যাচের ফলাফল থেকেই স্পষ্ট।
INDW vs SLW লাইভ স্ট্রিমিং-
টি-২০ বিশ্বকাপের আঙিনায় ভারত বনাম শ্রীলঙ্কার (INDW vs SLW) লড়াই দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়াও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে হবে অনলাইন স্ট্রিমিং।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (INDW)-
স্মৃতি মন্ধানা, শেফালী ভার্মা, জেমিমা রড্রিগস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, এস সাজানা, অরুন্ধতী রেড্ডি, আশা শোভনা, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা ঠাকুর সিং।
শ্রীলঙ্কা (SLW)-
ভিষ্মি গুণারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হর্ষিতা সমরাবিক্রমা, কভিষা দিলহারি, নীলাক্ষি ডি সিলভা, হাসিনি পেরেরা, অনুষ্কা সঞ্জীবনী (উইকেটরক্ষক), সুগন্ধিকা কুমারী, ইনোশি প্রিয়দর্শিনী, ইনোকা রণবীরা, উদেশিকা প্রবোধিনী।