জীতেশ শর্মা
আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন জীতেশ শর্মা। তার আইপিএল অভিষেকের পর, জিতেশ শুধুমাত্র প্লেয়িং ইলেভেনে নিজের জায়গাই করেননি, পাঞ্জাব কিংসের দল ‘ফিনিশার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠাও করে ফেলেছেন। এই মুহুর্তে প্রীতি জিন্টার দল লিয়াম লিভিংস্টোনের উপর নির্ভরশীল হলেও, জিতেশ সাত ইনিংসে মোট ১৬২ রান করেছেন। তিনবার ১৬৭.০০ রানের স্ট্রাইক রেটে ৩০-এর বেশি রান করেছেন। এটা দেখে খুশি প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগও। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার ১৮ বলে ৩৮ রান করার পরে টি-২০ বিশ্বকাপের জন্য রিজার্ভ উইকেটরক্ষক হিসাবে ভারতীয় দলে জীতেশকে দেখতে চান তিনি। সেহওয়াগ মনে করছেন ভারতের হয়ে ম্যাচ শেষ করার ক্ষমতাও রয়েছে জীতেশের।