ভারত সফরের আগেই গুরুতর চোট পেলেন তারকা ওপেনার, ৩ মাসের জন্য গেলেন ছিটকে !! 1

IND vs NZ: অপেক্ষা মাত্র কয়েকটা দিনের। তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতীয় দল ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের ঘোষিত এই স্কোয়াড নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নামতে চলেছে। এই সিরিজের আগেই গুরুতর চোট পেয়েছেন নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড়। বর্তমানে নিউজিল্যান্ডের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। টেস্ট সিরিজে উইন্ডিজ দলকে ২-০ ব্যাবধানে পরাস্ত করেছে নিউজিল্যান্ড দল। ভারতের মাটিতে নিউজিল্যান্ড ১১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত উভয় দলের মধ্যে সাদা বলের সিরিজ (IND vs NZ) অনুষ্ঠিত হবে। শুরুতে ৩টি ওডিআই ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজটি। এরপর ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সিরিজটি।

চোটের কারণে ছিটকে গেলেন তারকা খেলোয়াড়

Ind vs nz
Suzie Bates | Image: Twitter

আসলে, নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার সুজি বেটস মাঠে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়েছিলেন। হ্যালিবার্টন জনস্টোন শিল্ডের একটি ম্যাচে এই দুর্ঘটনাটি ঘটেছিল। পরবর্তীতে স্ক্যানে জানা যায়, তার চোটটি বেশ গুরুতর এবং চিকিৎসকদের মতে সম্পূর্ণ সেরে উঠতে প্রায় তিন মাসের বেশি সময় লাগবে। যে কারণে চলতি ঘরোয়া মৌসুমের বাকি অংশে আর মাঠে নামা হচ্ছে না তাঁর জন্য। ফলে ওটাগো দলের হয়ে তিনি আর খেলতে পারবেন না এবং ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের ঘরের মাঠের সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

Read More: আইপিএলের আগেই বড়ো চমক, কলকাতা দলের মালিক হলেন সৌরভ গাঙ্গুলী !!

তবে হতাশার মাঝেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন এই তারকা ব্যাটার। লক্ষ্য এখন মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই পুরোপুরি ফিট হয়ে ফেরা। সেখানে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। চোট নিয়ে মুখ খুলে বেটস বলেন, “এই গ্রীষ্মে খেলতে না পারাটা সত্যিই কষ্টের। স্পার্কসের সঙ্গে আরেকটি মৌসুম এবং বিশেষ করে সুপার স্ম্যাশ খেলতে আমি ভীষণ আগ্রহী ছিলাম।” তিনি আরও বলেন, “মার্চে নিউজিল্যান্ডের হয়ে মাঠে ফিরতে পারাই এখন আমার একমাত্র লক্ষ্য।

বিশ্বকাপের আগে দলে ফিরতে চাইবেন বেটস

Ind vs nz
Suzie Bates | Image: Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে বেটসকে সর্বশেষ দেখা গেছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫–এর গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। তবে এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দ দেখাতে পারেননি তিনি। ৫ ইনিংসে মাত্র ৪০ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে নিউজিল্যান্ডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সাত ম্যাচে তারা কেবলমাত্র একটি জয় পেয়েছিল এবং পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে তাদের অভিযান সমাপ্ত করেছিল। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তার আগেই দলে ফিরতে আশাবাদী থাকবেন এই তারকা খেলোয়াড়।

Read Also: “অন্ধকারে ভবিষ্যত”, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে সমালোচনার মুখে বৈভব সূর্যবংশীরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *