ভারতীয় ক্রিকেট মহলে আবারও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সম্প্রতি ব্যাট হাতে সেভাবে ছন্দে নেই স্কাই, ভক্তরা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে বড় রানের আশা রাখছে। যদিও এবার বিষয়টি মাঠের পারফরম্যান্স নয়, বরং এক পুরনো বিতর্ক সামনে উঠে এসেছে। অভিনেত্রী ও মডেল খুশি মুখোপাধ্যায়ের এক অভিযোগ নতুন করে আলোচনায় উঠে এসেছে। তাঁর করা এক অভিযোগের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। গত মাসে, খুশি মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন যে, সূর্যকুমার যাদব তাঁকে নিয়মিত মেসেজ পাঠাতেন।
সূর্যকুমার যাদবকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন খুশি মুখোপাধ্যায়

খুশি সূর্যকুমারকে নিয়ে অভিযোগ করেন যে, যখন স্কাই সেভাবে সফলতা পাননি তখন নাকি খুশিকে ম্যাসেজ দিতেন। তবে তাঁর এই দাবির পক্ষে কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবুও অভিযোগ সামনে আসার পর সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সেই সময় কোনও মন্তব্য না করে পুরো বিষয়টি এড়িয়ে যান। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর স্কাইয়ের নজরে রয়েছে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপকে পাখির চোখ করতে চাইবেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জয়লাভ করেছিল এবং সেখানে মেগা ফাইনালে সূর্যকুমার যাদবের দুর্দান্ত একটি ক্যাচ বদলে দেয় খেলার ফলাফল।
Read More: রাহুলের সেঞ্চুরিও কাজে লাগল না, ইয়ং–ফিলিপসের দাপটে দ্বিতীয় ওডিআইয়ে ভারতের বিরুদ্ধে জয় নিউজিল্যান্ডের !!
কিন্তু তাঁর এক সমর্থক বিষয়টি হালকাভাবে নেননি। উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা ফয়জান আনসারি সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি খুশি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, মিথ্যা অভিযোগ করে একজন জাতীয় স্তরের ক্রিকেটারের সম্মানহানি করা হয়েছে। ফয়জান অভিযোগ করে আরও বলেছেন যে, সমাজ মাধ্যমের যুগে এমন মন্তব্য নিমেষে ভাইরাল হয়ে যায়। আর এসব ভুয়া জিনিস ভাইরাল হওয়া মানে তাঁর মারাত্বক প্রভাব পড়ে। যে কারণেই আইনি পথ বেছে নিলেন স্কাই ভক্ত। গাজীপুরের এসপি ইরাজ রাজার কাছে অভিনেত্রীকে গ্রেফতারের আবেদন জানিয়েছেন তিনি। সূত্রের দাবি, এই মামলার পর খুশি মুখোপাধ্যায় নাকি প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিতে চাইছেন।