চলতি আইপিএলেই মুম্বাই ছাড়ছেন সূর্যকুমার যাদব, এই দলের থেকে পেয়েছেন কোটি টাকার অফার !! 1

IPL 2025: পরপর দুই ম্যাচে হেরে যাত্রা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান (Mumbai Indians)। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে ফিরছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। আজ তারা গুরুত্বপূর্ণ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামবে। তবে তার আগেই দলের অন্যতম ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মুম্বাই ছাড়ার খবর চাঞ্চল্য সৃষ্টি করছে। এই বিষয় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই তারকা ব্যাটার।

মুম্বাই ছাড়তে চলেছেন সূর্যকুমার যাদব-

চলতি আইপিএলেই মুম্বাই ছাড়ছেন সূর্যকুমার যাদব, এই দলের থেকে পেয়েছেন কোটি টাকার অফার !! 2
Suryakumar Yadav | Image: Getty Images

সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘরোয়া ক্রিকেটেও মুম্বাই দলের হয়ে অংশগ্রহণ করে থাকেন। তবে এবার থেকে তিনি আর এই দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন না বলে খবর সামনে এসেছিল। তারকা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আগামী মরসুম থেকে মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঘরোয়া ক্রিকেটে গোয়া দলের হয়ে খেলবেন। তিলক বর্মার (Tilak Varma) সঙ্গেও গোয়া ক্রিকেট বোর্ড কথা শুরু করেছে। সূত্র অনুযায়ী সূর্যকুমার যাদবকেও প্রস্তাব দিয়ে রেখেছে এই ক্রিকেট বোর্ড। ফলে জল্পনা তৈরি হয় যে যশস্বী জয়সওয়ালের পথে হাঁটতে চলেছেন এই মুম্বাই ইন্ডিয়ান্স তারকা। অনেক ভক্ত বিষয়টি বিশ্বাসও করে নিয়েছিলেন।

সূর্যকুমার যাদবের প্রতিক্রিয়া-

চলতি আইপিএলেই মুম্বাই ছাড়ছেন সূর্যকুমার যাদব, এই দলের থেকে পেয়েছেন কোটি টাকার অফার !! 3
Suryakumar Yadav | Image: Getty Images

‘গোয়া দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চলেছেন সূর্যকুমার (Suryakumar Yadav)’, এইরকম খবর সামনে আসতেই মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যানের প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “এরা সাংবাদিক নাকি স্ক্রিপ্ট রাইটার? যদি হাসতেই হয় তাহলে আমি কমেডি সিনেমা দেখা ছেড়ে দিয়ে এই সব প্রতিবেদন পড়া শুরু করবো‌। একেবারেই বাজে খবর।” অন্যদিকে এখনো পর্যন্ত এই বছর আইপিএলে ব্যাট হাতে সূর্যকুমার (Suryakumar Yadav) বড়ো ইনিংস খেলতে পারেননি। তবে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ২৮ বলে ৪৮ রান করার সঙ্গে সঙ্গে শেষ ম্যাচে নাইটদের বিপক্ষে ৯ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *