২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) ভারতীয় দলের পারফর্মেন্স নতুন অধ্যায়ের সূচনা করেছিল। রোহিত শর্মার (Rohit Sharma) হাত ধরে এসেছিল আইসিসি ট্রফি। এরপর ভারতীয় কুড়ি ওভারের দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামী বিশ্বকাপের জন্য দল সাজাচ্ছে বিসিসিআই (BCCI)। ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই হাইভোল্টেজ টুর্নামেন্টের জন্য শনিবার দল ঘোষণা করবে নির্বাচকরা। তার আগে একাধিক তারকা ক্রিকেটার আতশ কাঁচের তলায় রয়েছেন। এর মধ্যেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বের দায়িত্ব থেকে বাদ পড়ার খবর সামনে এল।
Read More: ‘মেসি’কান্ডের নেপথ্যে চিটিংবাজি সৌরভের, অভিযোগ উঠতেই ৫০ কোটির মানহানির মামলা !!
ধারাবাহিকভাবে ব্যর্থ সূর্যকুমার-

রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে যথেষ্ট প্রভাব ফেলেছেন সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসেবে সফল হলেও সাম্প্রতিক সময় তার ব্যাটিং পারফর্ম্যান্স একেবারেই আশাজনক নয়। ধারাবাহিকভাবে বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হচ্ছেন তিনি। এই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে একটিও অর্ধশতরান করতে পারেননি। শেষ এশিয়া কাপে (Asia Cup 2025) ৭ ম্যাচে মাত্র ৭২ রান করেন।
এরপর অস্ট্রেলিয়া (India vs Australia T20 Series) সফরেও তার ব্যাটিং ব্যর্থতা অব্যহত থাকে। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ৮৪ রান সংগ্রহ করেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে ঘরের মাঠে এই তারকা ব্যাটসম্যান কামব্যাক করবেন বলেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন। কিন্তু আবারও সমর্থকদের হতাশ করেন অধিনায়ক। ৪ ম্যাচ একটি ইনিংসের রান ২০ টপকাইনি। সিরিজে মোট ৩৪ রান সংগ্রহ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই বর্তমানে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে তার ব্যাটিং পারফর্মেন্স।
নেতৃত্বের দায়িত্বে হারাচ্ছেন-

ব্যাট হাতে ব্যর্থ হলেও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়ক হিসেবে সফল। এই বছর এশিয়া কাপে তার নেতৃত্বেই ট্রফি জয় করেছে ব্লু ব্রিগেডরা। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করে দৃষ্টান্ত তৈরি করেছে এই তারকা ব্যাটসম্যান। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে সূর্যকুমার ৩৮ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ভারতীয় দল ৩০ টি ম্যাচে জয়লাভ করেছে। অধিনায়ক হিসেবে জয়ের শতাংশ ৭৮.৯৫।
ফলে ব্যাট হাতে ব্যর্থ হলেও আসন্ন টি-টোয়েন্টি সিরিজে এই তারকা ব্যাটসম্যানকে সামনে রেখেই দল সাজাচ্ছে বিসিসিআই (BCCI)। তবে সূত্র অনুযায়ী কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পরেই ২০ ওভারের অধিনায়কের পদে বিশাল পরিবর্তন আনতে চলেছে। ৩৫ বছর বয়সী সূর্যকুমারকে ভবিষ্যত পরিকল্পনায় তারা আর রাখতে চাইছেন না। বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই শুভমান গিল (Shubman Gill) অধিনায়কের দায়িত্ব পাবেন বলেই খবর সামনে এসেছে।