সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় দল ইংল্যান্ডকে প্রথম ম্যাচে ৪৩ বল বাঁকি থাকতে ৭ উইকেটে পরাজিত করেছে। ভারতীয় দল আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টস হেরে প্রথমে ব্যাটিং করা সহজ ছিল না ইংল্যান্ডের কাছে পাওয়ার প্লের ভিতরেই ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড দল। আর অর্ষদীপ সিং এর দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ওপেনিং জুটির থেকে কেবলমাত্র ৪ রান বানিয়েছিল, যেখানে ব্যাট হাতে কেবলমাত্র বেন ডাকেট খাতা খোলেন। দ্রুত দুই উইকেট হারালেও ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Bittler) কঠিন সময়ে দলের হয়ে দ্রুত গতিতে রান বানান তিনি। ইংল্যান্ড দলের হয়ে ৪৪ বলে ৮টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৬৮ রান বানান তিনি।
ইংলিশ মিডিল অর্ডারকে ভেঙে দেন বরুণ
প্রথম ইনিংসে ইংল্যান্ড দল ১০ উইকেট হারিয়ে ১৩২ রান বানিয়েছে। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), দুটি করে উইকেট পেয়েছেন অর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। ইডেন গার্ডেন্সে ভারতীয় দল ২০১৬ সাল থেকে ছিল অপরাজিত। আজকেও তার অন্যথা হয়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে আবার একবার দ্রুত গতিতে ব্যাটিং শুরু করেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুজনের মধ্যেই ৪১ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে। ২০ বলে ২৬ রানের দ্রুত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু।
দুর্দান্ত ব্যাটিংয়ের পরিচয় দিলেন অভিষেক
সঞ্জু আউট হওয়ার পর আজ তিলক ভার্মা নয় বরং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ব্যাটিং করতে আসেন। তবে তার খারাপ ফর্ম ছিল অব্যহত। খাতা খুলতেই ব্যার্থ হয়েছিলেন তিনি। শেষের দিকে ব্যাটিং করতে এসে তিলক ভার্মা (Yilak Varma)১৬ বলে ১৯ রান করেন এবং অন্যদিকে ওপেনার অভিষেক শর্মার ব্যাট থেকে ৩৪ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় এসেছে ৭৯ রান। ৪৩ বল বাঁকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে ভারতীয় দলের ক্যাপ্টেন মন্তব্য করে দলের পারফরমেন্সের বেশ প্রশংসা করেছেন।
ম্যাচের পর বড় বয়ান দিলেন স্কাই
মন্তব্য করে স্কাই বলেছেন, “যেভাবে আমরা শুরু করেছি তা সত্যি দুর্দান্ত। সেটাই আজকের ম্যাচের মানদণ্ড নির্ধারণ করেছে। সব বোলারদের নিজস্ব পরিকল্পনা ছিল এবং সেটিকে তারা বাস্তবায়ন করেছে। (তিনজন স্পিনার বাছাই করা) আমরা আমাদের শক্তিতে লেগে থাকতে চেয়েছিলাম। তারা তিনজনই চমৎকার প্রদর্শন করেছেন। তিনি (বরুণ চক্রবর্তী) সমস্ত জিনিস সাধারণ রেখেছিলেন। তার (অর্ষদীপ সিং) প্রস্তুতি চলছে, নতুন বলে নিজেকে প্রমাণ করতে মোরিয়া। অর্ষদীপ দায়িত্ব নিয়েছেন (ওপেনিং স্পেল করার) এবং তিনি ধারাবাহিক ভাবে রান বানিয়েছেন। গৌতি ভাই অনেক স্বাধীনতা দিচ্ছেন, আমরা ফিল্ডিং কোচের সাথে কঠোর পরিশ্রম করেছি, তার উদাহরণ আজ মাঠেই দিয়েছি আমরা।”