আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় ধরনের রদবদল হয়েছে। টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় সূর্যকুমার যাদব এখন এক নম্বরে থাকা বাবর আজমের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দুর্দান্ত ৭৬ রান করা সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে অনেকটাই লাভ করেছেন। এখন বাবর আজমের ঠিক পরেই দ্বিতীয় স্থানে উঠেছেন সূর্যকুমার। যাদবের ঝুলিতে এখন বাবরের চেয়ে মাত্র দুই পয়েন্ট কম। না হলে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন রাজা হতে পারতেন। কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে যদি সূর্যকুমার যাদব এভাবেই খেলতে থাকেন, তাহলে বাবর আজমের মুকুট বিপদে পড়বে।
দ্বিতীয় নম্বরে পৌঁছেছেন সূর্যকুমার যাদব
বুধবার প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রেখেছেন বাবর আজম। কিন্তু দ্বিতীয় স্থান দখল করেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দূরত্ব এখন মাত্র দুই পয়েন্ট। এই তালিকায় তৃতীয় স্থানে মোহাম্মদ রিজওয়ান এবং চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। এই দুজনকে হারিয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন সূর্যকুমার যাদব।
দুর্দান্ত ফর্মে সূর্যকুমার
টিম ইন্ডিয়ার সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের তালিকায় রয়েছে সূর্যকুমারের নাম। গত কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। ব্যাটিং র্যাঙ্কিংয়েও এই ইনিংসটা তার অনেক উপকার করেছে। সিরিজের শেষ দুই ম্যাচে বাবর আজমকে ছাড়িয়ে যেতে পারেন সূর্যকুমার যাদব।
সেরা দশে একমাত্র ভারতীয়
দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠতে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়ার কোন ব্যাটসম্যান। কিন্তু এখন অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন সূর্যকুমার। তার পরেই রয়েছেন ভারতের ইশান কিষাণ। ১৪তম স্থানে তিনি রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১৬তম স্থানে। একইসঙ্গে কেএল রাহুল এই তালিকায় ২০তম স্থানে রয়েছেন। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের দুই ম্যাচে সূর্যকুমারের কাছ থেকে তার ভক্তদের অনেক আশা থাকবে। অন্যদিকে, সূর্য’র এই ফর্মে বাবর আজমের দুশ্চিন্তা বেড়েছে। টি-টোয়েন্টিতে অনেকদিন ধরেই প্রথম স্থানে রয়েছেন বাবর আজম।