এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দল। শেষ ওডিআই বিশ্বকাপের ফাইনালে প্রবেশের সঙ্গে সঙ্গে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ইতিহাস তৈরি করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) ‘মেন ইন ব্লু’-রা দুরন্ত ফর্মে রয়েছে। এরপর আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) আয়োজন করবে। ফলে ঘরের মাঠে আরও একবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ব্লু ব্রিগেডরা। কিন্তু দলের অন্যতম তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় নির্বাচকদের চিন্তায় রেখেছেন। ফলে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে এই ক্রিকেটারের।
ব্যাট হাতে ধারাবাহিকতা ব্যর্থ সূর্যকুমার-

আইপিএলে (IPL) সফলতা পাওয়ার পর ভারতের হয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২০২১ সালে অভিষেক করেন। তারপর বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি নিজেকে প্রমাণ করেন। দীর্ঘদিন এই তারকা ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময় ব্যাটসম্যান হিসেবে তার ধারাবাহিকভাবে ব্যর্থতা প্রশ্নের মুখে পড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করেছিল ভারত। এই সিরিজে সূর্যকুমার ৫ ম্যাচে মাত্র ২৮ রান করেছিলেন। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও তিনি ব্যর্থ হয়েছিলেন। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সূর্যকুমারের (Suryakumar Yadav) ব্যাটের ঝলকে ভাটা পড়েছিল। তার ব্যাট থেকে এই বিশ্বকাপে ৮ ম্যাচে ১৯৯ রান আসে। এমনকি রঞ্জি ট্রফিতেও মুম্বাইয়ের হয়ে ব্যাটে রান পাচ্ছেন না ‘মিস্টার ৩৬০’।
Read More: IPL 2025: শামির দেখানো পথে হাঁটবেন চাহাল, বল হাতে আইপিএলে চালাবেন দক্ষযজ্ঞ !!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পথে সূর্যকুমার-

রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২০ ওভারের ক্রিকেটে ভারতের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন। এখনও পর্যন্ত তিনি মোট ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং তার মধ্যে ১৮ টি ম্যাচে জয় এসেছে। তবে সাম্প্রতিক সময় অধিনায়কের ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়া দলের পারফরমেন্সের উপর প্রভাব ফেলতে পারে। ফলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে নতুন করে দল সাজাতে চাইছে বিসিসিআই। প্রতি বছর আইপিএলের মতো মঞ্চে থেকে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছেন।
বর্তমানে অভিষেক শর্মা (Abhishek Sharma), শিবম দুবের (Shivam Dube) মতো তরুণ প্রতিভা দলকে ভরসা জোগাচ্ছেন। এমনকি অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহের( jasprit Bumrah) মতো ক্রিকেটার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। তাই সূর্যকুমারের (Suryakumar Yadav) অনুপস্থিতি দলের সাফল্যের উপর কোনো প্রভাব ফেলবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে এই তারকা ব্যাটসম্যান শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময় দলে জায়গা পাচ্ছেন। ফলে তাকে নিয়ে আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে না নির্বাচকদের। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), ঈশান কিষাণের (Ishan Kishan) মতো সকলের অলক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে যেতে পারেন সূর্যকুমার।