পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আউট ছিলেন না সূর্যকুমার, সামনে এলো চাঞ্চল্যকর ভিডিও !! 1

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে জমজমাট হয়ে উঠেছে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদব। উল্লেখযোগ্যভাবে হার্দিক পান্ডিয়া চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফখর জামান (Fakhar Zaman) এবং সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) পাকিস্তানের হয়ে দুরন্ত ব্যাটিং শুরু করেন। এই দুই ওপেনারের ব্যাটিং’এ ভর করে পাক বাহিনী ১৪৬ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে এবার ভারতীয় অধিনায়ক বিতর্কিত আউট হলেন।

Read More: ফাইনাল জিতলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন সূর্যকুমার? উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য !!

আউট ছিলেন না সূর্যকুমার-

পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আউট ছিলেন না সূর্যকুমার, সামনে এলো চাঞ্চল্যকর ভিডিও !! 2
Suryakumar Yadav | Images: Getty Images

ভারতীয় বোলিং দাপটের সামনে দাঁড়িয়ে মাঝের ওভারগুলিতে একের পর এক উইকেট ছুঁড়ে দিয়েছিল পাকিস্তান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাই ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ভারতীয় দল চাপের মুখে পড়ে যায়। টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা (Abhishek Sharma) সম্পূর্ণ ব্যর্থ হন। এরপর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ব্যাটিং করতে আসেন।

২.৩ ওভারে এই তারকা ব্যাটসম্যান শাহীন আফ্রিদির (Shaheen Afridi) করা স্লোয়ার বলে ঠিকমতো ব্যাটে বল লাগাতে পারেননি। পাক অধিনায়ক সালমান আলী আঘার (Salman Ali Agha) দিকে উড়ে যায় বলটি। তিনি ক্যাচ ধরার জন্য সম্পূর্ণ চেষ্টা করেন‌। সূর্যকুমার আউট হয়েছেন‌ কিনা এবং বলটি সঠিকভাবে সালমানের তালু বন্দি হয়েছে কিনা তা জানার জন্য থার্ড আম্পায়ারের কাছে পর্যন্ত যাওয়া হয়। ক্যামেরায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পর্যবেক্ষণের সময় এই ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত আউট দেওয়া হলেও অনেকেই মনে করছেন বলটি মাটিতে ছুঁয়ে তবে তালু বন্দী হয়েছে সূর্যকুমার আউট ছিলেন না।

দেখুন সেই ভিডিওটি-

চাপের মুখে ভারত-

ভারতে হয়ে চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) সবচেয়ে সফল ব্যাটসম্যান হলে অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবে আজ পাকিস্তানের বিপক্ষে ওপেনিং করতে নেমেই রীতিমতো হতাশ করেছেন। তার ব্যাট থেকে আসে ৬ বলে মাত্র ৫ রান। পাকিস্তানের তারকাদের স্লোয়ার বোলিং রীতিমতো টপ অর্ডারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যেই দলের হয়ে হাল ধরার জন্য শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে মাঠে নামেন অধিনায়ক।

কিন্তু তিনি মাত্র ১ রান করে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। গিল এই ম্যাচেও বড়ো রান গড়তে ব্যর্থ হন। ১০ বলে ১২ রান করে মাঠ ছাড়েন এই তারকা ব্যাটসম্যান। এর ফলে ব্লু ব্রিগেডরা মাত্র ২০ বলে ৩ উইকেট হারিয়ে ফেলে। তবে এরপর সঞ্জু স্যামসন‌ (Sanju Samson) এবং তিলক বর্মা (Tilak Varma) ব্যাটিং অর্ডারের বর্তমানে ভরসা হয়ে উঠেছেন।

Read Also: Asia Cup 2025: ফাইনালে ‘ফ্লপ’ অভিষেক, ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *