সূর্য বাদ, গুজরাতের বিরুদ্ধে এই তুরুপের তাসকে এন্ট্রি দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স !! 1

আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) মেগা মঞ্চে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স (GT vs MI)। গুজরাট তার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচটি খেলতে চলেছে। আজকের ম্যাচটি দুই দলের কাছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তৈরি দল তাদের প্রথম ম্যাচটি পরাজিত হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স দলের কথা বলতে গেলে তারা তাদের চির প্রতিদ্বন্ধি চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়েছে। গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংস দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হয়েছে দুই দল। গত মৌসুমে গুজরাটের এই মাঠে মুখোমুখি হয়েছিল। আবার একবার আজ সন্ধ্যায় দুই দলকে দেখতে পাওয়া যাবে।

বাদ পড়তে চলেছেন সূর্যকুমার যাদব

Ipl 2025
Suryakumar Yadav | Image: Getty Images

আজকের ম্যাচের কথা বলতে গেলে, আজকের ম্যাচ শুরু হতে বাঁকি রয়েছে আর কিছু সময়। তবে, এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে শোনা গিয়েছে বড় আপডেট জানা যাচ্ছে দলের ষ্টার খেলোয়াড় সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আজকের ম্যাচ থেকে বাদ পড়তে চলেছেন। তার জায়গায় দলে এন্ট্রি নেবেন নতুন এক তারকা।

Read More: IPL 2025: টুর্নামেন্টের শুরুতেই কোহিনুর হীরা হাতে পেলেন ঋষভ পান্থ, LSG’কে ট্রফি জিতেয়েই নেবেন দম!!

আসলে বিগত কয়েক মাস ধরেই ফর্মের অবনতি দেখা গিয়েছে সূর্যকুমারের থেকে। এক সময়ে বিশ্ব ক্রিকেটের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান ছিলেন সূর্য। তবে তার এই পারফরম্যান্স রীতি মতন চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে খুব একটা প্রদর্শন দেখাতে পারেননি তিনি। যে কারণে আজকের ম্যাচে সূর্যকে বাইরে বসতে হবে।

এন্ট্রি নিচ্ছেন তরুণ তারকা

Ipl 2025
Bevon Jacobs | Image: Getty Images

দ্বিতীয় ম্যাচে দলে ফিরছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট তিনি দলকে নেতৃত্ব দেবেন এবং দলের মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা যাবে। আজকের ম্যাচে মুম্বাই দলে জোড়া পরিবর্তন লক্ষ্য করা যাবে। মুম্বই ইন্ডিয়ান্স দলে আজকের ম্যাচে এন্ট্রি নিতে চলেছেন নিউজিল্যান্ডের বেভন জেকবস (Bevon Jacobs)। টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা হার্ড হিটার খেলোয়াড় হলেন তিনি। অভিজ্ঞতা কম হলেও জেকবসকে আজ সুযোগ দিতে চলেছে MI পল্টন। জেকবস ২০ ম্যাচের মধ্যে ১৭টি ইনিংসে খেলতে দেখা গিয়েছে। ৩২.৫৩ গড়ে ১৪৮.৪২ স্ট্রাইক রেটে জেকবস ৪২৩ রান বানিয়েছেন। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবের জায়গায় আসবেন এবং উইল জ্যাকসের বদলে দলে এন্ট্রি নেবেন বেভন জেকবস।

Read Also: IPL 2025 Points Table Update: CSK’র বিপক্ষে ঐতিহাসিক জয়,পয়েন্ট তালিকায় একাধিক পরিবর্তন ঘটালো RCB!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *