IRE vs IND: অধিনায়কত্ব হারাচ্ছে হার্দিক, আয়ারল্যান্ডের বিরুদ্বে তার পরম বন্ধু হচ্ছেন নতুন ক্যাপ্টেন !! 1

IRE vs IND: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা জয় দিয়েই শুরু করলো টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা শুরু করে দিয়েছে। টেস্ট সিরিজের পর ২৭ জুলাই থেকে ১৩ আগস্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। এরপর ভারতকে পাঁচ দিনের মধ্যে আয়ারল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ (১৮, ২০ এবং ২৩ আগস্ট) খেলতে হবে। আর তারপরেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও ওয়ানডে বিশ্বকাপের (WC 2023) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।

Read More: “বিরাটকে দেখে শেখো..”, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের একহাত দিলেন ইয়ান বিশপ, বললেন এই কথা !!

হার্দিক গিলদের দেওয়া হবে বিশ্রাম

Hardik Pandya and Shubman Gill, ire vs ind
Hardik Pandya and Shubman Gill | Image: Getty Images

এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে বিশ্রামে দেওয়া হতে পারে ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আসলে বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে বিসিসিআই চাইবে টিম ইন্ডিয়ার এই পরিপক্ক অলরাউন্ডারকে একেবারে সুস্থ অবস্থায়। পাশাপাশি, ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন শুভমান গিল (Shubman Gill), যদিও তাকেও বিশ্রাম দেওয়া হতে পারে এই সিরিজের জন্য। তবে, এই দুই প্রতিভাবান প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হলে এখন প্রশ্ন উঠছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব কে সামলাবেন। তবে, নতুন অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

নতুন অধিনায়ক হবেন সূর্যকুমার যাদব

Suryakumar yadav, ire vs ind
Suryakumar Yadav | Image: Getty Images

ভারতীয় দলের বেশ পারফরমেন্স দেখিয়ে আছেন সূর্যকুমার যাদব। বিগত ৩ বছর ধরে তার টি টোয়েন্টি ক্রিকেট পারফরমেন্স অন্য ব্যাটসম্যানদের থেকেও অন্য মাত্রায় চলে গিয়েছে। আপাতত টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সূর্যকুমার প্রথম স্থানে রয়েছেন। টি টোয়েন্টি ফরম্যাটে একাধিক শট মারার ক্ষমতা রাখরন স্কাই। ভারতীয় দলের হয়ে তিনি নিতে পারেন দায়িত্ব। আসলে, হার্দিকের অবর্তমানে তিনিই টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন, অর্থাৎ বর্তমান টি টোয়েন্টি দলে তিনি হলেন সহ অধিনায়ক।

আয়ারল্যান্ড সিরিজে হার্দিককে বিশ্রাম দেওয়া হলে ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে। টি টোয়েন্টি ক্রিকেটে স্কাই ৪৮ টি টোয়েন্টি ম্যাচে ৪৬.৫৩ গড়ে ও ১৭৫.৭৬ স্ট্রাইক রেটে ১৬৭৫ রান করেছেন। পাশাপাশি, ক্যাপ্টেন্সি করার ক্ষমতা রয়েছে তার মধ্যে, তিনি এবছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন এবং কলকাতার বিরুদ্ধে একটি অসাধারণ ম্যাচও জিতেছিলেন।

Read Also: নিঃশব্দে মাঠে ফেরার প্রস্তুতি সারছেন ঋষভ পন্থ, শীঘ্রই ফের গায়ে চাপাবেন ভারতের জার্সি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *