এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) একের পর এক ম্যাচে জয় তুলে দুরন্ত ছন্দ রয়েছে ভারতীয় দল। গতকাল তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের (IND vs Oman) বিপক্ষে মাঠে নামে। অপেক্ষাকৃত কম শক্তিশালী দল হলেও ওমান প্রথম থেকেই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) বিপক্ষে লড়াই করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার জন্য মরিয়া চালায় তারা। এই ম্যাচে সুপার ৪’এর আগে একাদশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছিল ব্লু ব্রিগেডরা। ওমানের বিপক্ষে টসের সময় এবার মজার ঘটনা সামনে এলো। সূর্যকুমার যাদবের মজার কর্মকাণ্ড নিয়ে চর্চা ক্রিকেট মহলে।
Read More: “জিততে কালঘাম ছুটে গেল…” ওমানের বিরুদ্ধে ২১ রানে ম্যাচ জিতেও সমাজ মাধ্যমে ট্রোলড টিম ইন্ডিয়া !!
টসের সময় ভুলে গেলেন সূর্যকুমার-

রোহিত শর্মা (Rohit Sharma) ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টসের সময় ঘটে একটি মজার ঘটনা। যা বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো ভাইরাল হয়েছে। এই ম্যাচে ভারতীয় দলে দুটি গুরুত্বপূর্ণ বদল করা হয়েছিল।
টসের সময় এই বদলের বিষয়ে বলতে গিয়ে একাদশে জায়গা পাওয়া দুজন ক্রিকেটারের নাম ভুলে যান সূর্যকুমার (Suryakumar Yadav)। তখন তিনি নিজেকে রোহিত শর্মার মতো হয়ে যাচ্ছেন বলে তুলনা করেন। ভারতীয় অধিনায়ক বলেন, “একজন হলেন হর্ষিত রানা (Harshit Rana)। আর দ্বিতীয় পরিবর্তন হলো.. হায় রে, আমায় মনে করতে দিন। আমি ভুলে যাচ্ছি। হে ভগবান! আমার মনে হয় আমি রোহিত শর্মার (Rohit Sharma) মতো হয়ে যাচ্ছি।” উল্লেখ্য হিটম্যানকেও টসের সময় একাধিকবার ব্যাটিং না বোলিং নেবেন বাছাই করতে গিয়ে ভুলে যেতে দেখা গেছে। এছাড়াও একাদশের পরিবর্তিত নাম বলতে গিয়েও তিনি অনেক সময় হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন।
দেখুন সেই ভিডিওটি-
মুগ্ধ করেছে ওমান-

এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য লড়াই করে রীতিমতো চমক দিয়েছে ওমান (IND vs Oman)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের হয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) ৩ নম্বরে ব্যাট করতে নেমে হাল ধরেন। তিনি ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলের স্কোরবোর্ড ১৮৮ রানে পৌঁছে দেন। এই রান তাড়া করতে নেমে ওমানের অধিনায়ক যতীন্দর সিং (Jatinder Singh) এবং আমির কালিম (Aamir Kaleem) পার্টনারশিপ গড়েন। তারা দুজনে মিলে ৫২ বলে ৫৬ রানের ইনিংস খেলে রীতিমতো মুগ্ধ করেন।
এরপর আমির কালিমের সঙ্গে হাম্মাদ মির্জা (Hammad Mirza) দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৫৫ বলে গুরুত্বপূর্ণ ৯৩ রানের পার্টনারশিপ গড়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন। এইরকম পরিস্থিতির মধ্যে ব্লু ব্রিগেডরা ২১ রানে জয় তুলে নেয়। তবে ম্যাচ শেষে ওমান ক্রিকেটারদের প্রশংসা করেন সূর্যকুমার (Suryakumar Yadav)। তিনি বলেন, “আমার মনে হয়েছে ওরা অবিশ্বাস্য ধরনের ক্রিকেট খেলেছে। এটা একটি অসাধারণ ম্যাচ ছিল। ওদের ব্যাটিং দেখতে আমার খুব ভালো লেগেছে।”