এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) আগেই থেকেই ভারত ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এর ফলে কোনো টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই বিতর্ক ক্রিকেট মাঠ পর্যন্ত গড়িয়েছে। দীর্ঘ টালবাহানার পর চির দুই প্রতিদ্বন্দ্বীর (India vs Pakistan Match) মধ্যে এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়।
কিন্তু এই ম্যাচে কোনো সৌজন্যতা দেখায়নি ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়কের বক্তব্যকে নিয়েও আপত্তি জানিয়ে আইসিসির (ICC) কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। এবার নিজের বক্তব্যে অনড় থেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
Read More: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!
পাকিস্তানের অভিযোগ-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। এই ম্যাচে টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার বিরুদ্ধে হাত মেলাননি। ম্যাচ শেষেও ক্রিকেটারদের সঙ্গে কোনো সৌজন্য দেখায়নি ব্লু ব্রিগেডরা। এছাড়াও দুরন্ত ম্যাচ জয়ের পর সূর্যকুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “আমরা পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে রয়েছি।
এই জয় আমাদের ভারতীয় সেনাদের উৎসর্গ করছি যারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন।” এই ধরনের বক্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) মেনে নিতে পারিনি তারা আইসিসির (ICC) কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করে। অন্যদিকে সুপার ৪’এ ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন হারিস রাউফ (Haris Rauf) এবং সাহেবজাদা ফারহানের (Sahibzada Farhan) বিরুদ্ধে উস্কানিমূলক অঙ্গভঙ্গির অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই আইসিসি বিষয়গুলিকে গুরুত্বের সঙ্গে দেখছে।
স্বস্তি সূর্যকুমারের-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিপক্ষে জয় সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় সেনাবাহিনীদের উৎসর্গ করায় পাকিস্তান আইসিসির কাছে অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুনানি হয়। তাতে যোগ দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। বিসিসিআইয়ের (BCCI) সিইও হেমাঙ্গ আমিন (Hemang Amin) এবং ক্রিকেট অপারেশন ম্যানেজার সামার মাল্লাপুরকরের উপস্থিতিতে শুনানির সভাপতিত্ব করছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার রিচি রিচার্ডসন (Richi Richardson)।
সূত্র অনুযায়ী সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো ভুল স্বীকার করেননি। তিনি তার অবস্থানে অনড় ছিলেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের (India vs Sri Lanka Match) ম্যাচের আগেই আইসিসি (ICC) পাকিস্তানের অভিযোগের পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবে। সূত্র অনুযায়ী কোনোরকম শাস্তির মুখে পড়বেন না ভারতীয় অধিনায়ক। তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য ভারতীয় দল ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে আবারও পাকিস্তানের (India vs Pakistan Match) মুখোমুখি হবে।