সূর্যকুমার যাদব asia cup 2025
Suryakumar Yadav | Image: Getty Images

এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরের ২০ ওভারের বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দল। ভারত‌ও এই বিষয়ে পিছিয়ে নেই। চলতি টুর্নামেন্টে এই ফরম্যাটে একাদশে পরিবর্তন ঘটিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকার পর শুভমান গিলকে (Shubman Gill) আবারও ফিরিয়ে এনেছেন। ব্লু ব্রিগেডরা একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে এগিয়ে চলেছে। গতকাল সুপার ৪’এও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। কিন্তু সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন (Suryakumar Yadav captaincy) উঠতে শুরু করেছে।

Read More: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!

শেষ হচ্ছে সূর্যকুমারের ক্যারিয়ার-

Asia Cup
Suryakumar Yadav | Images: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপর এই ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে আসেন সূর্যকুমার। তিনি অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময় সাফল্য পেয়েছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিং পারফর্ম্যান্স যতো সময় যাচ্ছে আরও খারাপের দিকে এগিয়ে চলেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে মাত্র ২৮ রান সংগ্রহ করে সমালোচনার মুখে পড়েছিলেন। চলতি এশিয়া কাপেও (Asia Cup 2025) তিনি গুরুত্বপূর্ণ সময় দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন।

গতকাল পাকিস্তানের বিপক্ষে সুপার ৪’এর গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ বলে মাত্র শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংই করেননি তিনি। দল ৮ উইকেট হারিয়ে ফেললেও তাকে মাঠে নামতে দেখা যায়নি। এই সিদ্ধান্ত সূর্যকুমারের ভুল ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে সূত্র অনুযায়ী ৩ ফরম্যাটেই শুভমান গিলকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আনার পরিকল্পনা (Indian cricket team captain change) করছে বিসিসিআই (BCCI)। ফলে এশিয়া কাপের (Asia Cup 2025) পর সূর্যকুমারের অধিনায়কের যাত্রা শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ট্রফি জয়ের লক্ষ্যে ভারত-

এশিয়া কাপের পরই শেষ সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব, বড় সিদ্ধান্ত নিল BCCI !! 1
Abhishek Sharma | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয়ের পর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ (Asia Cup 2025) জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে ব্লু ব্রিগেডরা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ইউএইকে (IND vs UAE) ৫৭ রানে অলআউট করে দিয়েছিল ভারতীয় দল। কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাই ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৩ উইকেট সংগ্রহ করে আবারও জ্বলে ওঠেন এই তারকা স্পিনার। পাক বাহিনীদের গ্রুপ পর্বে ৭ উইকেটে হারিয়ে শেষ ৪’এরে টিকিট পাকা করেছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav Asia Cup 2025)।

শেষ চারের লড়াইয়ে‌ও দুরন্ত শুরু করেছে ভারত। গতকাল সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ব্লু ব্রিগেডরা। সাহেবজাদা ফারহানের (Sahibzada Farhan) দুরন্ত অর্ধশতরানে ভর করে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল পাকিস্তান। ভারতের হয়ে ২ টি উইকেট সংগ্রহ করে লড়াই চালিয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেবে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিল (Shubman Gill) ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। শেষে তিলক বর্মার (Tilak Varma) ১৯ বলে অপরাজিত ৩০ রানে ভর করে ভারত ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ভারত পরবর্তী ম্যাচে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে।

Read Also: “চল বল কর BDKS#$&..”, আফ্রিদির সঙ্গে মাঠেই অভিষেকের তুমুল তর্কাতর্কির ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *