ক্রিকেটের সবচেয়ে বড়ো মহাযুদ্ধ ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ নিয়ে এখন থেকেই ক্রিকেটের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। আর কিছু দিন পরেই এশিয়া কাপে (Asia Cup 2025) এই দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। দুই দেশের মধ্যে বর্তমানে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে থাকায় আসন্ন এই ম্যাচ ঘিরে এখন থেকে সোশ্যাল মিডিয়া চলছে কাটা-ছেঁড়া। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) না থাকায় ভারতীয় দল নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন ভক্তরা। তবে এই দুই তারকা ক্রিকেটার না থাকলেও চাপের মধ্যে পাকিস্তান। এই বিধ্বংসী ব্যাটার যেকোনো সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন।
Read More: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!
নয়ক হয়ে উঠবেন এই তারকা-

ভারতীয় দল আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) অন্যতম ট্রফি জয়ের দাবিদার হিসেবে মাঠে নামবে। এখনও পর্যন্ত ব্লু ব্রিগেডরা এই টুর্নামেন্টে ৮ বার চ্যাম্পিয়ন হয়ে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এই বছর ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই বিধ্বংসী ব্যাটসম্যান টি-টোয়েন্টির অন্যতম সেরা ক্রিকেটার। তিনি দীর্ঘদিন ২০ ওভারের আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন।
বর্তমানে এই তালিকায় সূর্যকুমার (Suryakumar Yadav) ষষ্ঠ স্থানে রয়েছেন। সম্প্রতি আইপিএলে (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে তার ব্যাট থেকে আসে একের পর এক দায়িত্বপূর্ণ ইনিংস। এই বছর তিনি ১৬ ম্যাচে ৭১৭ রান করে দ্বিতীয় রান সংগ্রহকারী হয়েছিলেন। এই তারকার ব্যাট থেকে এসেছিল ৫ টি অর্ধশতরান। অন্যদিকে দেশের হয়ে এখনও পর্যন্ত ৮৩ টি ম্যাচে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক মোট ২৫৯৮ রান করেছেন। এই ফরম্যাটে তিনি হাঁকিয়েছিলেন ৪ টি শতরান ও ২১ টি অর্ধশতরান।
ভয়ে কাঁপছে পাকিস্তান-

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিধ্বংসী ব্যাটিংয়ে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। এই কারণে এখন থেকেই এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে চাপের মুখে রয়েছে সালমান আলী আগার (Salman Ali Agha) দল। ফলে সূর্যকুমার নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে নিজেদের দেশের ভক্তদের মন জয় করতে চাইলেন পাক ক্রিকেটার বাজিদ খান (Bazid Khan)। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “দেখুন এই মঞ্চে সব ক্রিকেটারই উচ্চমানের। এখানে এমন কেউ নেই যাকে আপনি বলবেন যোগ্য নয়।
কিন্তু বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় ক্রিকেটকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা অবশ্যই দল মিস করবে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) প্রায় সকলের বিরুদ্ধে রান করেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এখনও কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি। পেস আক্রমণ হোক বা অন্য কোনও কারণে।” উল্লেখ্য এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দল শেষবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল ব্লু ব্রিগেডরা। ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন বিরাট।