IPL'এর আগেই বদলে গেল মুম্বাইয়ের ক্যাপ্টেন, হার্দিক নয় সূর্যকুমার পেলেন দায়িত্ব !! 1

২০২৬ আইপিএলের (IPL 2026) আগেই ফ্র্যাঞ্চাইজিগুলি বর্তমানে চূড়ান্ত প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে। ডিসেম্বর মাসের শুরুতেই এ টুর্নামেন্টের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই দলগুলি রিটেন তালিকা প্রকাশ করে ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা তৈরি করে নিয়েছে। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতো দল তাদের দীর্ঘদিনের সদস্যদের ছেড়ে দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে।

টুর্নামেন্টের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স‌ও (Mumbai Indians) এই বিষয়ে পিছিয়ে নেই। তবে তারা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রোহিত শর্মা (Rohit Sharma), তিলক বর্মা (Tilak Varma) মতো তারকাদের ওপারেই ভরসা করছে। এর মধ্যেই এই দলের তারকা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধিনায়ক হ‌ওয়ার খবর সামনে এল।

Read More: আর্শদীপ সিং’এর জন্য ফিদা এই বলি অভিনেত্রী, জানালেন মনের কথা !!

অধিনায়ক হলেন সূর্যকুমার-

সূর্যকুমার যাদব asia cup 2025
Suryakumar Yadav | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাত ধরেই এসেছে এই সাফল্য। কিন্তু তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছে। তবে এই অলরাউন্ডার এবার দলকে ফাইনালে নিয়ে যেতে পারেননি। এর মধ্যে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম তারকা সূর্যকুমার যাদবকে অধিনায়কের ভূমিকা দেখতে পাওয়া যেতে চলেছে।

সূত্র অনুযায়ী তিনি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (Syad Mushtaq Ali Trophy) মুম্বাইকে নেতৃত্ব দেবেন। এই টুর্নামেন্ট আসন্ন ২৬ নভেম্বর থেকে শুরু হবে। ইতিমধ্যেই তামিলনাড়ু এই টি-টোয়েন্টি মহাযুদ্ধের জন্য দল ঘোষণা করেছে। এই দলকে নেতৃত্ব চলেছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এছাড়াও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে অধিনায়ক হিসেবে মাঠে নামবে ঈশান কিষাণ (Ishan Kishan)।

অধিনায়ক হিসেবে সফল সূর্যকুমার-

IPL'এর আগেই বদলে গেল মুম্বাইয়ের ক্যাপ্টেন, হার্দিক নয় সূর্যকুমার পেলেন দায়িত্ব !! 2
Suryakumar Yadav | Image: Twitter

রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় কুড়ি ওভারের দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব‌ (Suryakumar Yadav)। তার নেতৃত্বে সম্প্রতি এশিয়া কাপের (Asis Cup 2025) মতো টুর্নামেন্টে মাঠে নামে ব্লু ব্রিগেডরা। এই টুর্নামেন্টে পাকিস্তানের মতো দলকে তিনবার পরাজিত করে লড়াই করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। শুভমান গিলরা টুর্নামেন্টে অপরাজিত থেকে চাম্পিয়ান হয়ে ট্রফি জয় করে। এরপর অস্ট্রেলিয়া (India vs Australia T20 Series) সফরেও ব্লু ব্রিগেডদের দাপট অব্যাহত ছিল।

ভারত এই সফরে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। আসন্ন এই টুর্নামেন্টেও সূর্যকুমার যাদবকে সামনে রেখে দল গোছাচ্ছেন কর্মকর্তারা। উল্লেখ্য এই তারকা ব্যাট হাতে এখনও পর্যন্ত ভারতের হয়ে ৯৫ টি-টোয়েন্টি ম্যাচে মোট ২৭৫৪ রান সংগ্রহ করেছেন। তিনি এই ফরম্যাটে মোট ৪ টি শতরান করার সঙ্গে সঙ্গে ২১ টি অর্ধশতরান তুলে নিয়েছেন।

Read Also: “গম্ভীর চাপ দিয়ে তাড়িয়েছে..” বিরাট-রোহিতের টেস্ট অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *