এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ট্রফি জয় করে। এরপর ভারতীয় দল অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। তবে একাদশের এখনও বিশেষ কিছু সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে।
২০ ওভারের বিশ্বকাপের (T20 WC 2026) আগে বিসিসিআই (BCCI) সেই দিকে বিশেষ নজর দিচ্ছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর আসন্ন বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন গিল (Shubman Gill)। এবার সূর্যকুমার যাদবকে নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সহ প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: রাজনীতির শিকার গিল, নেতৃত্বের পদ ধরে রাখতে বন্ধুর পিঠে ছুরি সূর্যকুমারের !!
ধারাবাহিকভাবে ব্যর্থ সূর্যকুমার-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC) পর ২০ ওভারের ফরম্যাট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটার অবসর ঘোষণা করেন। এরপর ভারতীয় দলে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। তবে সাম্প্রতিক সময় তার ব্যাটিং পারফর্মেন্স বর্তমানে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। এই বছর এশিয়া কাপে ৬ ইনিংসে মাত্র ৭২ রান সংগ্রহ করেছিলেন।
এরপর অস্ট্রেলিয়া সফরেও তার ব্যাটিং দুর্দশা ধরা পড়েছে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৮৪ রান সংগ্রহ করেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে কামব্যাক করবেন বলেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষেও ছবিটা বদলায়নি। এই সিরিজে ৪ ইনিংসে মাত্র ৩৪ রান সংগ্রহ করেন। ফলে তিনি নির্বাচকদের আতশ কাঁচের তলায় ছিলেন এই তারকা।
নেতৃত্ব থেকে ছাঁটাই সূর্যকুমার-

ধারাবাহিকভাবে ব্যর্থতা নিয়ে ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সম্প্রতি মুখ খুলেছেন। তার বক্তব্যে বেশ কিছু দিক ইতিমধ্যেই উঠে এসেছে। তিনি বলেন, “আমার দলের বাকি ১৪ জন সদস্যরা আমাকে আগলে রেখেছে। তাদের আমার ওপর ভরসা রয়েছে। আমি নিজেও আমার ব্যাটিং ফর্ম নিয়ে পরিশ্রম করছি। সবসময় আমি নিজের সেরাটা বের করে নিয়ে আসার চেষ্টা করছি। আশা করি ইতিবাচক মানসিকতায় এগিয়ে গেলে আবার পুরোনো ফর্মে ফিরে আসতে পারব।”
এই মন্তব্যে নিজের পারফর্ম্যান্স নিয়ে যে সূর্যকুমার (Suryakumar Yadav) চিন্তার মধ্যে রয়েছেন তার স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যদিকে সূত্র অনুযায়ী দুর্বল পারফর্মেন্সের জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। দলে থাকলেও একাদশেও তিনি সুযোগ পাবেন না বলেই মনে করছেন অনেকে। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা দেশের হয়ে ৯৯ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ২৭৮৮ রান সংগ্রহ করেছেন।