এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ইতিমধ্যেই ফাইনালের ছবিটা স্পষ্ট হয়ে গেছে। এই বছর টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match)। এই দুই দল চলতি টুর্নামেন্টে গ্ৰুপ পর্বে এবং সুপার ৪ মিলিয়ে মোট দু’বার ইতিমধ্যেই মুখোমুখি হয়েছিল। এই দুই ম্যাচেই লজ্জাজনক হারের সম্মুখীন হয় পাক বাহিনী। এর মধ্যেই অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নামে আইসিসির (ICC) কাছে নিয়ম ভঙ্গের অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এবার এই বিষয়ে এশিয়া কাপের ফাইনালের আগেই বিপাকে পড়লেন সূর্যকুমার।
Read More: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!
সূর্যকুমারে বিরুদ্ধে অভিযোগ-

কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর ভারত এবং পাকিস্তান মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। এর প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) যতগুলো ম্যাচে এই দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়েছিল একটিও ম্যাচে ক্রিকেটাররা একে অপরকে কোনো রকমের সৌজন্য দেখায়নি। গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে টসের সময় সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং সালমান আলী আঘা (Salman Ali Agha) একে অপরের সঙ্গে হাত মেলাননি। ম্যাচের পারে ব্লু ব্রিগেডদের ড্রেসিংরুমে গিয়ে দরজা বন্ধ করে দিতে দেখা যায়।
অন্যদিকে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই জয় আমাদের ভারতীয় সেনাদের উৎসর্গ করছি যারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন।” এই মন্তব্যের বিরোধীতা করে আইসিসির (ICC) কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে।
ফাইনালে নিষিদ্ধ সূর্যকুমার-

গতকাল পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে একটি শুনানি ডাকে আইসিসি (ICC)। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার রিচি রিচার্ডসনের (Richi Richardson) সভাপতিত্বে এই শুনানিতে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের (BCCI) সিইও হেমাঙ্গ আমিন (Hemang Amin) এবং ক্রিকেট অপারেশন ম্যানেজার সামার মাল্লাপুরকর। সূত্র অনুযায়ী ভারতীয় অধিনায়ক স্পট করেছেন যে তিনি কোনো রকমের ভুল বক্তব্য রাখেননি। এরপরই মনে করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ফাইনালে তাকে ব্যান করা হতে পারে।
এই বিষয়ে এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান,“সূর্যকুমার (Suryakumar Yadav) আইসিসির (ICC) শুনানিতে উপস্থিত ছিলেন। রিচার্ডসন তাকে ব্যাখ্যা করেছিলেন যে কোনো রকম বিতর্কিত রাজনৈতিক মন্তব্য করা ঠিক নয়। এখনও তার শাস্তির বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। ভারতীয় অধিনায়ককে সতর্ক করে ছেড়ে দেওয়া হতে পারে বা তার ম্যাচ ফি’এর ১৫ শতাংশ কাটা হতে পারে। এমনকি একটি ম্যাচে তাকে ব্যান করাও হতে পারে।” উল্লেখ্য ২০২৪ আইপিএলে (IPL 2024) স্লো ওভার রেটের অপরাধের জন্য হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) এই বছর আইপিএলের প্রথম ম্যাচ থেকে ব্যান করা হয়েছিল।