এশিয়া কাপের সাথে ভক্তদের মন জিতলেন সূর্যকুমার, দেশের জন্য করলেন প্রশংসনীয় কাজ !! 1

আরও একটা এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়ে ধারাবাহিকতা বজায় রাখল ভারতীয় দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টুর্নামেন্টে অপরাজিত থেকে তরুণ ব্লু ব্রিগেডরা ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। তবে এই টুর্নামেন্টে সবচেয়ে বড়ো বিষয় ছিল ফাইনালে পাকিস্তানের সঙ্গে ভারতীয় (India vs Pakistan Match) দলের মুখোমুখি হওয়া। টানটান উত্তেজনাপূর্ণ চূড়ান্ত ম্যাচে শেষ ওভার পর্যন্ত সালমান আলী আঘারা (Salman Ali Agha) ম্যাচে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু তিলক বর্মার (Tilak Varma) বিধ্বংসী ব্যাটিংয়ে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। অন্যদিকে পাক বাহিনীর বিপক্ষে জয় পাওয়ার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

Read More: হ্যারিস রউফের নোংরামির জবাব দিলেন বুমরাহ, করলেন উগ্র সেলিব্রেশন !!

মগ্ধ করলেন সূর্যকুমার-

এশিয়া কাপের সাথে ভক্তদের মন জিতলেন সূর্যকুমার, দেশের জন্য করলেন প্রশংসনীয় কাজ !! 2
Suryakumar Yadav | Images: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর সূর্যকুমার যাদবের কাঁধে এই ফরম্যাটের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। তিনি সফলভাবে একের পর এক সিরিজে বিপক্ষদের হারিয়ে দেশকে সম্মান এনে দেন। এবার এশিয়া কাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ট্রফি জয়ের অন্যতম কান্ডারী হয়ে উঠলেন। টুর্নামেন্টের সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ছন্দে ছিলেন অধিনায়ক।

এবার ভারতীয় এই তারকা এশিয়া কাপ জয়ের পর টুর্নামেন্ট থেকে প্রাপ্ত সমস্ত অর্থ তিনি ভারতীয় সেনাবাহিনীদের উৎসর্গ করলেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সূর্যকুমার বলেন, “আমি আমার সব ম্যাচের ফি ভারতীয় সেনা বাহিনীকে দিচ্ছি।” এর আগেও গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবার এবং ভারতীয় সেনাবাহিনীকে জয় উৎসর্গ করেছিলেন।

ট্রফি নিয়ে বিতর্ক-

india-bounces-back-vs-pakistan
Indian Cricket Team | Images: Getty Images

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) আগে থেকে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ নিয়ে চলছিল নানান জল্পনা। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং তার প্রভাব ক্রিকেট মাঠেও পড়বে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। গ্রুপ পর্বে যখন এই দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয় তখন ব্লু ব্রিগেডরা হ্যান্ডশেক না করায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আইসিসিকে পর্যন্ত অভিযোগ জানায়। ফাইনালের মঞ্চেও ছবিটা বদলাইনি।

ভারতীয় ক্রিকেটাররা দেশের সম্মানকে এগিয়ে রেখে সিদ্ধান্ত নেয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে তারা ট্রফি নেবে না। যা নিয়ে দীর্ঘক্ষণ চলে টালবাহানা। সূর্যকুমার যাদবরা শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় ছিলেন‌। ফলে ট্রফি ও মেডেল নিয়ে হোটেলে ফিরে যান মহসিন নকভি। ট্রফি ছাড়াই জয়ের আনন্দে মেতে ওঠেন ক্রিকেটাররা।

Read Also: Asia Cup 2025: নকভি’র হাত থেকে ট্রফি নয়, ফাইনাল জেতার পরেও অবস্থানে অনড় টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *