পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই পহেলগাঁও'এর প্রতিশোধ নিলেন সূর্যকুমার, চর্চা ক্রিকেট মহলে !! 1

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) সবচেয়ে বড়ো আকর্ষণ হতে চলেছেন ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ। আন্তর্জাতিক মঞ্চে যখন এই দুই দল কোন টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয় ক্রিকেটের উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পায়। সম্প্রতি এই দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় স্বাভাবিকভাবেই দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও তার প্রভাব পড়েছে। আসন্ন ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই এবার অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে এবার দুই দেশের অধিনায়কদের মধ্যে ভিন্ন ছবি ধরা পড়লো। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে।‌

Read More: এশিয়া কাপের আগে চাপের মুখে দল, ভিসার কারণে দেশেই থেকে গেলেন দলের মেরুদন্ড !!

ভারত-পাক সম্পর্কের উত্তাপ-

Suryakumar Yadav, Rashid Khan, Salman Ali Agha | Asia Cup 2025 | Images: Twitter
Suryakumar Yadav, Rashid Khan, Salman Ali Agha | Asia Cup 2025 | Images: Twitter

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর নির্মমভাবে গুলি চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সমর্থকরা। এই ঘটনার সঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দা বিভাগ নিশ্চিত করে। এরপরই ভারতীয় সেনাবাহিনী প্রতিবেশী দেশের যতো জঙ্গি ঘাঁটি ছিল প্রায় সবকটি অপারেশন সিঁন্দুর চালিয়ে ধ্বংস করে দেয়। এরপরই দুই দেশের মধ্যে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। যার ফলে এক সময় মনে করা হয়েছিল হয়তো ভারত এবং পাকিস্তান (IND vs PAK) আর কোনো টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হবে না।

তবে সমস্ত জটিলতা কাটিয়ে এবার দুই দল মাঠে নামতে চলেছে। তবে বিতর্ক এখন‌ও পিছু ছাড়ছে না। এশিয়া কাপের (Asia Cup 2025) আগে প্রতিটি অংশগ্রহণকারী দলের অধিনায়কদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav) এবং পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা (Salman Ali Agha) একে অপরের সঙ্গে হাত না মিলিয়ে দুজনে ভিন্ন দিকে উঠে চলে যান। সেই ছবি সামনে আসতেই বহু ক্রিকেট ভক্ত মনে করছেন সূর্যকুমার সঠিক জবাব দিয়েছেন।

সত্যিই কি হাত মেলাননি তারা?

Captains' Press Conference Before Asia Cup 2025 | Images: Twitter
Captains’ Press Conference Before Asia Cup 2025 | Images: Twitter

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় অধিনায়ক কার্যত পাকিস্তানের উদ্দেশ্যে স্পষ্ট করে দেন যে ভারতীয় দল তাদের আগ্রাসন বজায় রাখবে। তিনি বলেন, “আমরা যখন মাঠে নামি তখন সব সময় আগ্রাসন থাকে। ক্রিকেট খেলতে আক্রমণাত্মক মনোভাবের প্রয়োজন হয়। আমি টুর্নামেন্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত।” অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা (Salman Ali Agha) উত্তর দেন, “কোন দল যদি আক্রমণাত্মক হতে চায় তো আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু সেটা মাঠের মধ্যেই সীমিত থাকা উচিত।”

তবে সমস্ত বিতর্ক উড়িয়ে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অনুষ্ঠানের একেবারে শেষে ভারতীয় অধিনায়ক এবং পাকিস্তান অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন। তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে দুজনের মধ্যেই সৌজন্যের আন্তরিকতা ছিল না। ফলে ১৪ ই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলাই যায়।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: Asia Cup 2025: অলরাউন্ড দাপট! হংকংকে ৯৪ রানে হারালো আফগানিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *