KKR ছাড়ছেন শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদবের এন্ট্রিতে বদলে যাচ্ছে KKR’এর রূপরেখা !! 1

KKR: বেড়েই চলেছে আইপিএলের উত্তেজনা, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলকে আরও রোমাঞ্চিত বানাতে ইতিমধ্যে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসন্ন আইপিএলে দেখা যাবে মেগা নিলাম, আর এই মেগা নিলামটি হতে চলেছে আগামী আইপিএলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের কাছে গত মৌসুমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। গত মৌসুমে দীর্ঘ ১০ বছর পর শিরোপা জয় করলো নাইট বাহিনী।

KKR ত্যাগ করেছেন গৌতম গম্ভীর

Gautam Gambhir, team india,kkr
Gautam Gambhir | Image: Getty Images

কয়েক মাসের মধ্যেই আইপিএল ২০২৫’ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসবে। তবে, নাইট দলের (KKR) পক্ষে একটি খারাপ খবর এসে দাঁড়িয়েছে, সেটি হলো দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রস্থানের পর তার জায়গাটা কে নেবে! ইতিমধ্যেই বেশ কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়দের নাম পরামর্শ দাতা হিসাবে সামনে উঠে এসেছে। পরামর্শ দাতার পাশাপশি দলের অধিনায়কের পরিবর্তনের গুজব উঠে এসেছে।

READ MORE: বর্ডার-গাওস্কর ট্রফির আগে কড়া শাস্তির মুখে মার্নাস লাবুশেন, হতে পারেন নির্বাসিত !!

গৌতম গম্ভীরকে ২০২৪ সালের আইপিএলে কলকাতা দলের গেম চেঞ্জার ছিলেন। তিনি পরামর্শদাতা হিসাবে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পরেই ভাগ্য বদলে গিয়েছিল দলের তবে গৌতম গম্ভীরের জায়গায় অন্য এক পরামর্শ দায়িত্বে আসলে তিনি কিভাবে দলকে পরিচালনা করবেন তা সময়ই বলবে। যদিও, শুধু গৌতম গম্ভীর নয় বরং অভিষেক নায়ার (Abhishek Nayar) ও রায়ান টেন দেশকাতে’দের মতন কোচদের ভারতীয় দলে শামিল করেছেন গম্ভীর, যার ফলে কলকাতা দলে আপাতত কোচের পদ শূন্যপদ। জানা গেছে যে কেকেআর দলের পরামর্শ দাতা হিসাবে বেশিসম্ভাব্য বিকল্পদের মধ্যে রিকি পন্টিং (Ricky Ponting) শিরোনামে রয়েছেন।

KKR দলে এন্ট্রি নিলেন স্কাই

SURYAKUMAR YADAV, ipl 2024, kkr
Suryakumar Yadav | Image: Getty Images

চলতি বছরেই দিল্লি ক্যাপিটালস দল থেকে বহিস্কার করা হয়েছে কিংবদন্তি কোচকে। শুধু পন্টিং নয় কুমার সাঙ্গাকারা এবং জ্যাক ক্যালিদের দলে শামিল করার পরিকল্পনায় রয়েছে ফ্রাঞ্চাইজি। সূত্রের খবর অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্স শিবির ত্যাগ করবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), গত মৌসুমে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক বানানোর জন্য খুশি ছিলেন না স্কাই, এমনকি MI দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে খেলতে অনেক খেলোয়াড় অসন্তুষ্ট ছিল তাদের মধ্যে একজন ছিলেন স্কাই।

এমনকি গত মৌসুমে ইডেন গার্ডেনে কলকাতা ও মুম্বই ম্যাচে সূর্যকুমার যাদবকে তার নিজের ড্রেসিংরুমে নয়, কেকেআর (KKR) খেলোয়াড়দের সাথে গভীর আলোচনায় দেখা গেছে। অন্যদিকে গম্ভীরের পর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দ্বিতীয় অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আইপিএল শিরোপা জয় করেন। তাই ফ্রাঞ্চাইজি শ্রেয়াসকে ছাড়তে চাইছে না। তবে সূর্যকুমার যাদব কেকেআরে ফিরে আসলে আইয়ারকে মুম্বই দলে দেখতে পাওয়া যাবে।

READ ALSO: নিজের পুরানো ফর্মে ফিরলেন KKR অধিনায়ক, মাত্র ‘শূন্য’ রানে করে হলেন আউট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *