আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ (IND vs BAN)। দীর্ঘ দেড় মাসের বিরতির পর ভারতীয় দলকে আবার খেলতে দেখা যাবে। আর বাংলাদেশ সিরিজের আগেই মাথায় হাত পড়লো ভারতীয় ভক্তদের। দল থেকে ছিটকে গেলেন অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে ভারতীয় দলের সদস্যদের বুচি বাবু টুর্নামেন্ট ও দলিল ট্রফি মঞ্চের প্রদর্শন করতে দেখতে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে একটি ম্যাচে চোট পেলেন ভারতীয় দলের অধিনায়ক। বাংলাদেশ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা থেকে থাকতে পারেন বিরত।
চোট পেলেন ভারতীয় দলের অধিনায়ক
কিছুদিন বাদেই শুরু হতে চলেছে দিলীপ ট্রফি, আর তার আগেই ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড়দের বুচি বাবু টুর্নামেন্টে মুখোমুখি হতে দেখা যাচ্ছে। আর এই বুচি বাবু টুর্নামেন্টেই ঘটলো অঘটন। ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) হলেন চোটের শিকার। বুচি বাবু টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং টিএনসিএ একাদশ। প্রথম ইনিংসে টিএনসিএ একাদশ ৩৭৯ রান বানায় এবং জবাবে ১৫৬ রান বানায় মুম্বই। প্রথম ইনিংসে সূর্যকুমার যাদব ৩০ রানের একটি ইনিংস খেলে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন।
Read More: ক্যাপ্টেনকে বাদ দিয়েই হলো টেস্ট স্কোয়াডের ঘোষণা, তরুণ খেলোয়াড়দের দেওয়া হলো সুযোগ !!
তবে, শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন তিনি। দাঁড়িয়ে ছিলেন লেগ স্লিপে, সরফরাজের ভাই মুশিরের একটি বল টিএনসিএ দলের ব্যাটসম্যান প্রদোষ রঞ্জন পল লেগ স্লিপের দিকে খেলতে গিয়ে সূর্যের কাছে চলে যায়। এরপর ঝাঁপিয়ে বলটি বাঁচানোর চেষ্টা করেন তিনি, দুইহাত দিয়ে বল বাঁচাতে সক্ষম হলেও ডান হাতে চোট পান সূর্যকুমার। তিনি স্পষ্টতই অস্বস্তিবোধ করছিলেন। সঙ্গে সঙ্গে মুম্বই দলের মেডিক্যাল স্টাফ সূর্যের চিকিৎসার জন্য ছুটে যায় তবে তাতে কোনও লাভ হয়নি। এমনকি পরে মাঠ ছেড়ে বেরিয়ে যান সূর্যকুমার।
বাংলাদেশের বিরুদ্ধে পেতে পারেন সুযোগ
সামনে বাংলাদেশ সিরিজ (IND vs BAN), আর এই সিরিজেই প্রত্যাবর্তনের কথা জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন স্কাই। কেবলমাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। এরপর জাতীয় টেস্ট দলে আর সুযোগ হয়নি তার, তবে বাংলাদেশের বিরুদ্ধে তিনি দলে ফিরে আসার কথা জানিয়েছিলেন। তাই তাকে বুচি বাবু টুর্নামেন্ট ও দলীপ ট্রফির মঞ্চেও খেলতে দেখা যাচ্ছে।