বেশ কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যেই গণ্য হয়ে থাকে স্কাইকে। বিগত কয়েক বছর ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটের রূপরেখা পরিবর্তন করার মোক্ষম ভূমিকা তিনি নিয়েছেন। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ভিলিয়ার্সের মতন সূর্যকুমার যাদবকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী প্লেয়ার বলা হয়ে থাকে। তিনি মাঠের যেকোনো দিকে শট খেলতে সক্ষম, এমনকি তিনি নিমেষের মধ্যে ম্যাচ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে।
MI ছাড়ছেন স্কাই
মুম্বাই ইন্ডিয়ান্স দলে ২০১৮ সালে এন্ট্রি নিতেই ভাগ্য খুলে যায় সূর্যকুমার যাদবের । পরপর তিনটি সিজনে মুম্বাইয়ের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেই ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পান সূর্য (Suryakumar Yadav)। আর তারপর থেকেই তার সেরা হয়ে ওঠার গল্প শুরু হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকাকালীন সাফল্যের শিখরে পৌঁছেছিলেন সূর্য। যে কারণে ২০২২ সালের মেগা নিলামে নিলামের মঞ্চে নাম না লিখিয়ে মাত্র ৮ কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি চাইলেই ওই বছরে নিলামে উঠতে পারতেন এবং বড় টাকায় অন্য ফ্রাঞ্চাইজিতে শামিল হতে পারতেন।
কিন্তু আসন্ন মৌসুমে তিনি নাকি মুম্বাই ছাড়তে চলেছেন। প্রসঙ্গত ২০২৪ সালে রোহিত শর্মাকে (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন্সি থেকে ছাঁটাই করে টিম ম্যানেজমেন্ট এবং তার বদলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য পাত্র ছিলেন সূর্যকুমার যাদব। তবে সূর্যকে উপেক্ষা করে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) মুম্বাই দলের অধিনায়ক বানানো হয়। বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হলেন সূর্য, তিনি ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা বাড়ানোর জন্য আইপিএলের মঞ্চে অধিনায়কত্ব করতে চাইবেন।
RCB’ দলের হয়ে খেলবেন সূর্য
তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজি আগামী মৌসুমে হার্দিক পান্ডিয়াকে রিটেন করতে চলেছে এবং তিনিই দলকে নেতৃত্ব দেবেন। আর এই পরিস্থিতিতে সূর্য কুমার MI ছাড়বেন। নিলামের মঞ্চে স্কাই নাম লেখালে প্রতিটি ফ্রাঞ্চাইজি সূর্যের মতন খেলোয়াড়কে দলে টানতে আগ্রহী থাকবে। কিছুদিন আগেই সূর্যকুমার যাদবের সঙ্গে শ্রেয়াস আইয়ারের ট্রেডিং এর খবর সমাজ মাধ্যমে উঠে এসেছিল।
তবে সে জল্পনা কাটতে না কাটতেই স্কাইকে নিয়ে মাতামাতি করতে শুরু করেছে আরসিবি ভক্তরা। বেশকিছু সূত্রের খবর এটি দাবী করছে যে, আসন্ন মৌসুমে সূর্যকুমার যাদব কে RCB দলের ক্যাপ্টেন হতে যাবে দেখা। ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড় আইপিএলে মোট ১৫০ টি ম্যাচ খেলেছেন ৩২.০৯ গড় এবং ১৪৫.৩৩ স্ক্রাইক রেটে ৩৫৯৪ রান বানিয়েছেন তিনি। পাশাপাশি ২৪ বার অর্ধ-শতরান সহ দুইবার শতরান হাকিয়েছেন তিনি।