দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সূত্রের খবর যে একই পথে হাঁটতে চাইছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ইতিমধ্যেই বিসিসিআই-কে নিজের সংকল্পের কথা জানিয়েও দিয়েছেন নাকি টিম ইন্ডিয়ার সুপারস্টার। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজ। অশ্বিন, রোহিতের মত তারকারা সম্প্রতি সরে দাঁড়ানোয় এমনিতেই অভিজ্ঞতার অভাব ভারতীয় দলে। তার মধ্যে বিরাটের বিদায় চাপ বাড়াতে পারে দলের। সেই কারণে তাঁকে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন কর্মকর্তারা। দফায় দফায় মহাতারকার সাথে বৈঠকও নাকি হয়েছে বোর্ডের। শেষমেশ বিরাট (Virat Kohli) কি পদক্ষেপ নেন সেদিকেই এখন তাকয়ে সকলে।
Read More: IPL 2025: রাজস্থানের বিপর্যয়ের নেপথ্যে এই ৩ ক্রিকেটার, দায়িত্ব নিয়ে ডুবিয়েছেন দল’কে !!
কোহলির অবসর নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে-

২০১৯-এর পর থেকেই তলানিতে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম। ২০২৩-এ ঘুরে দাঁড়ানোর খানিক ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪-এ ফের অফ অর্মের শিকার হন তিনি। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতশ্রী পারফর্ম্যান্স ছিলো তাঁর। সাফল্য পান নি অস্ট্রেলিয়াতেও। পার্থ-এ একটি শতরান করেন ঠিকই, কিন্তু সিরিজের বাকি ইনিংসগুলির একটিতেও বড় রান পান নি। বরং অফস্টাম্পের বাইরের লেন্থ সামলাতে গিয়ে কার্যত নাজেহাল হতে দেখা যায় তাঁকে। আট বার ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের লাইনের বলে খোঁচা দিয়ে ধরা পড়েন উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারদের হাতে। শেষ ২৪ মাসে টেস্টে তাঁর ব্যাটিং গড় মাত্র ৩২.৫৬। কেরিয়ারের সেরা সময়ে তাঁর ব্যাটিং গড় পৌঁছেছিলো ৫৫.১০। লাগাতার ব্যর্থতায় তা নেমে দাঁড়িয়েছে ৪৭-এর নীচে।
একটানা রান খরা কোহলির (Virat Kohli) সরে দাঁড়াতে চাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছিলো প্রথমে কিন্তু পরে সংবাদমাধ্যম সূত্রে সামনে আসে বিস্ফোরক তথ্য। জানা যায় অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই টেস্ট অধিনায়কত্ব ফিরে পেতে চেয়েছিলেন বিরাট (Virat Kohli)। তদ্বিরও করেছিলেন বিসিসিআই-এর কাছে। কিন্তু রাজী হয় নি দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। এরপর অস্ট্রেলিয়া সফর চলাকালীনই সতীর্থদের নাকি তিনি জানিয়েছিলেন যে টেস্ট ক্রিকেট খেলার মোহ ফুরিয়েছে তাঁর। তবে বিরাট (Virat Kohli) যে সত্যিই অবসর নিতে চান তা সেই সময় অনুধাবন করতে পারেন নি কেউই। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক শীর্ষকর্তা জানিয়েছেন যে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে একজন তরুণ নেতা চাইছেন কোচ গম্ভীর। দৌড়ে রয়েছেন শুভমান গিল।
সূর্যকুমার ফিরতে পারেন দলে-

বিরাট কোহলি (Virat Kohli) যদি সত্যিই অবসর নেন তাহলে ভারতীয় টেস্ট দলের ব্যাটিং অর্ডারে যে বিশাল শূন্যতা তৈরি হবে তা ঢাকতে এখন থেকেই ছক সাজাচ্ছেন গৌতম গম্ভীর। তিনি টেস্ট দলে ফেরাতে পারেন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। ২০২৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিমাত্র টেস্ট ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। করেন ৯ রান। এরপর লাল বলের ফর্ম্যাটে আর ডাক পান নি তিনি। মুম্বইয়ের ক্রিকেটার গত কয়েক মাসে বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি তিন ফর্ম্যাটেই খেলতে চান। রঞ্জি ট্রফিতেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। গম্ভীর আগামীতে ভারতীয় দলে সুযোগ করে দিতে পারেন তাঁকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৬ ম্যাচে ৫৭৫৮ রান রয়েছে সূর্যের। গড় প্রায় ৪৩। গম্ভীর যে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান তাতে বেশ ভালো ভাবেই মানিয়ে নিতে পারবেন তিনি, মত বিশেষজ্ঞদের।