ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বললেই যে কয়জন ক্রিকেটারের নাম সবার আগে মাথায় আসে তাঁদের মধ্যে অন্যতম সুরেশ রায়না (Suresh Raina)। চেন্নাই সুপার কিংস জার্সিতে দীর্ঘদিন তিনি মাতিয়েছেন আইপিএলের মঞ্চ। ২০০৮-এর প্রথম আইপিএল (IPL) থেকে ২০২১ সাল অবধি নিয়মিত ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতায় সেরা পারফর্মারদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। চেন্নাই (CSK) জার্সিতে জিতেছেন চারটি শিরোপা। দুই বছর সিএসকে নির্বাসিত থাকার সময় গুজরাত লায়ন্সের (GL) হয়ে অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। প্রতিযোগিতায় ২০৫ ম্যাচ খেলেছেন তিনি। ২০০ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৫৫২৮ রান। করেছেন ১টি শতরান এবং ৩৯টি অর্ধশতক। বোলিং-ফিল্ডিংয়েও নজর কেড়েছেন রায়না। নিয়েছেন ২৫ উইকেট ও ১০৯টি ক্যাচ।
২০২২-এর মেগা নিলামের আগে রায়নাকে (Suresh Raina) রিলিজ করে দিয়েছিলো চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। সিএসকে’র হলুদ জার্সি ব্যতীত অন্য কোনো দলের রঙ গায়ে চাপাতে রাজী হয় নি রায়না। তাই অবসরের সিদ্ধান্তই নিয়ে নেন। আইপিএলকে যখন বিদায় জানান তখন তাঁর বয়স পঁয়ত্রিশ ছুঁইছুঁই। আচমকা এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। বাইশ গজ ছাড়লেও আইপিএলকে ছাড়েন নি রায়না (Suresh Raina)। এই বছর ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে তাঁকে। গুজরাত টাইটান্সকে হারিয়ে চেন্নাই সুপার কিংস যখন পঞ্চম আইপিএল ট্রফি জেতে, তখন সেই সাফল্যে উদ্বেলিত হতেও দেখা যায় রায়নাকে (Suresh Raina)। দলের সাফল্য, পঞ্চম খেতাবের আনন্দের মাঝেও ট্রফি হাতে ‘চিন্না থালা’কে না দেখে মুষড়ে পড়েছিলেন চেন্নাই সমর্থকেরা। সেই দুঃখ অবশেষে মিটতে চলেছে এবার। ক্রিকেট মাঠে ফিরছেন তিনি। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ফ্র্যঞ্চাইজি লীগে অংশ নিচ্ছেন সুরেশ রায়না।
Read More: বিশ্বকাপকে দশ গোল দেবে IPL, সংবাদমাধ্যমের কাছে চাঞ্চল্যকর দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের !!
LPL-এ দেখা যাবে সুরেশ রায়নাকে-
ভারতীয় ক্রিকেটারদের আইপিএল ব্যতীত অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লীগ গুলিতে অংশ নেওয়ার ছাড়পত্র দেয় না বিসিসিআই। অবসরের পর প্রথম ভারতীয় তারকা হিসেবে লঙ্কা প্রিমিয়ার লীগে (LPL) নাম লেখাতে চলেছেন সুরেশ রায়না। এর আগে বিসিসিআই-এর ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে অন্যান্য দেশের লীগগুলিতে খেলতে দেখা গিয়েছিলো উন্মুক্ত চাঁদ (Unmukt Chand), হরমীত সিং-এর মত ক্রিকেটারদের। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন রায়নাও (Suresh Raina)।
জুলাই মাসের ৩১ তারিখ দ্বীপরাষ্ট্রে শুরু হতে চলেছে লঙ্কা প্রিমিয়ার লীগ। তার আগে ১৪ জুন অর্থাৎ বুধবার এক নিলামে খেলোয়াড় বেছে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলি। শ্রীলঙ্কা বোর্ডের (SLC) তরফ থেকে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নিলামে অংশগ্রহণকারো সকল শ্রীলঙ্কান এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের নাম রয়েছে। সেই তালিকাতেই ঠাঁই হয়েছে সুরেশ রায়নার (Suresh Raina)। লঙ্কা প্রিমিয়ার লীগে অংশ নেয় পাঁচটি দল। কোন কোন ফ্র্যাঞ্চাইজি ভারতীয় কিংবদন্তিকে দলে নিতে আগ্রহ দেখায় সেই নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ২০২২ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাট হাতে বাইশ গজকে পুরোপুরি বিদায় জানান নি রায়না (Suresh Raina)। মাসখানেক আগে লেজেন্ডস লীগ প্রতিযোগিতায় ইন্ডিয়া মহারাজাসের হয়ে খেলতে দেখা গিয়েছিলো তাঁকে। ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, গৌতম গম্ভীরের মত তারকাও খেলেছিলেন এই টুর্নামেন্টে।