চলতি আইপিএলে সূচনাটা ভালো হলো না কলকাতা নাইট রাইডার্সের (KKR)। এখনও পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। যদিও এখনও প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি কলকাতা নাইট রাইডার্স। বাঁকি ৬ ম্যাচে তাদের প্রতিটি ম্যাচে জয়লাভ করেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে হবে। নাইট রাইডার্স তাদের পরবর্তী ম্যাচটি ২৬ এপ্রিল পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে। শেষবার পাঞ্জাব ও কলকাতা যখন মুখোমুখি হয়েছিল তখন কলকাতা দলের চূড়ান্ত ভাবে ব্যাটিং ব্যর্থতা লক্ষ করা গিয়েছিল। পাঞ্জাবের বানানো ১১১ রান তাড়া করতে এসে ৯৫ রানেই শেষ হয়েছিল কলকাতার ব্যাটিং। লাগাতার দুই ম্যাচে তাড়া করতে এসে নাইট রাইডার্সের লজ্জাজনক পরিণতির পর প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) দলের ব্যাটিং অর্ডার পরিবর্তনের দাবি জানিয়েছেন।
ব্যাটসম্যানদের খারাপ ফর্ম KKR-এর কাল হয়ে উঠেছে

সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের কাছে হার মানতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাটিং করে গুজরাত নাইট রাইডার্সের সামনে ১৯৯ রানের লক্ষমাত্রা রাখে। জবাবে কলকাতা নাইট রাইডার্স ১৫৯ রান বানাতে সক্ষম হয়। নাইট রাইডার্সের এই পরিণতির পর দলের ব্যাটিং অর্ডার পরিবর্তনের পরামর্শ দিয়েছেন রায়না। তাঁর দাবি নসিট রাইডার্সের উচিত ২০ বছর বয়সী তারকা ক্রিকেটারকে দিয়ে ওপেনিং করানো। নাইট রাইডার্স দলে ২০ বছর বয়সী অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) রয়েছেন। তিনি এবারের আইপিএলে নাইট রাইডার্স দলের দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার। চলতি মৌসুমে তিনি ৭ ইনিংসে ৩৯.৪ গড়ে এবং ১৪৯.২৫ স্ট্রাইক রেটে তিনি ১৯৭ রান বানিয়েছেন।
Read More: IPL 2025: অকারণই বদনাম আন্দ্রে রাসেল, KKR-কে লাগাতার ধোঁকা দিয়ে চলেছেন রিঙ্কু সিং !!
গোপন টিপস দিলেন রায়না

অঙ্গকৃষকে ওপেনার বানানোর পিছনে মন্তব্য করে সুরেশ রায়না বলেছেন, “সুনীল নারিন (ওপেনার হিসাবে) দারুন চেষ্টা করছেন ঠিকই তবে কলকাতা নাইট রাইডার্সের উচিত অঙ্গকৃষ রঘুবংশীকে দিয়ে ওপেনিং করানো। আমার মনে হয়, অঙ্গকৃষ যদি ওপেনিং করতে নামেন তাহলে ওর সেরাটা বের হবে। লোয়ার অর্ডারে অঙ্গকৃষ- এর জন্য আদর্শ ব্যাটিং পজিশন নয়। ওখানে ওর থেকে সেরাটাও পাওয়া যাবে না।” গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচে রঘুবংশীকে অনেক পরে ব্যাটিং করতে আসতে হয়েছিল যদিও শেষের দিকে দলের হয়ে কিছুটা মান বাঁচান তিনি। ১৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই তরুণ তারকা।