গত বছর নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। বছর ঘুরতে না ঘুরতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো টিম ইন্ডিয়া। ২৫ বছর পর লাল বলে ভারতের মাটিতে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে ভারতের প্রদর্শন ছিল খুবই খারাপ। ইডেনে ১২৪ রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। ৩০ রানে প্রথম টেস্ট জিতেছিল প্রোটিয়া দল। এরপর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে হারলো ভারতীয় দল। ভারতের এই ছন্নছাড়া পারফরম্যান্সের পর সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
গুয়াহাটিতে মুখ থুবড়ে পড়লো টিম ইন্ডিয়া

গম্ভীরের কোচিং জমানায় ঘরের মাঠে টেস্টে ভারতের সাফল্য সীমাবদ্ধ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ে। ঘরের মাঠে ভারত ছিল টেস্ট ক্রিকেটের রাজা। একটানা ১২ বছর ঘরের মাঠে একটিও টেস্ট সিরিজ হারেনি ভারতীয় দল। তবে, গত ১ বছরে দুটি হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে গম্ভীর ও কোচিং স্টাফকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। তবে, এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন তারকা সুরেশ রায়না (Suresh Raina)। দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রায়না স্পষ্ট জানান, ব্যর্থতার জন্য কোচকে দায়ী করা ঠিক নয়।
Read More: TOP 3: ৩ ক্রিকেটার যারা গৌতম গম্ভীরের জায়গা নিতে পারেন টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে !!
রায়নার দাবি, “গৌতি ভাইয়া কঠোর পরিশ্রম করছেন। ওনার কোনো দোষ নেই। দলকে ভালো খেলতে হবে, ওনার কোচিংয়ে আমরা সাদা বলের সিরিজে ভালো করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, এশিয়া কাপ জিতেছি।” তাঁর মতে, ব্যর্থতার দায় সর্বপ্রথম নিতে হবে ক্রিকেটারদেরই। রায়নার কথায়, “প্লেয়ারদের তো প্রদর্শন দেখাতে হবে। কোচ কেবলমাত্র পথ দেখাতে পারে। মাঠে গিয়ে খেলতে হবে দলকেই।” গম্ভীরকে যে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তা নিয়ে মুখ খুলে রায়না আরও বলেন, “দল ভাল খেললে অবশ্যই কোচের প্রশংসা হয়। কিন্তু খারাপ খেললেই শুধু কোচকে দোষী করা উচিত নয়। খেলোয়াড়রা সমস্যায় পড়লে তা কোচকে জানানোও তাদের দায়িত্ব।”
গম্ভীরের পাশে দাঁড়ালেন রায়না

প্রাক্তন তারকা গম্ভীরের পেশাদারিত্ব ও দায়বদ্ধতারও প্রশংসা করে বলেছেন, “গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটকে ভীষণ ভালোবাসেন। আমরা একসঙ্গে খেলেছি, বিশ্বকাপও জিতেছি। দেশের জন্য ওনার অবদান অনেক। তবে সত্যি বলতে ম্যাচ জিততে গেলে খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। তাদের পারফর্ম করতে হবে।” দল নির্বাচনের বিষয়েও রায়নার স্পষ্ট দাবি। তিনি মন্তব্য করে বলেছেন, “ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই হওয়া উচিত জাতীয় দলে সুযোগের একমাত্র দরজা।”