IPL 2025: আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অন্যতম সফল দল। তারা ইতিমধ্যেই এই টুর্নামেন্টে পাঁচটি ট্রফি জয় করেছে। কিন্তু এই বছর আইপিএলে একের পর এক লজ্জাজনকভাবে হার চেন্নাইকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দলের অধিনায়ক হিসেবে ফিরে এসেও হাল ফেরাতে পারেননি। ফলে সোশ্যাল মিডিয়ায় এই অভিজ্ঞ তারকাকেও কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। এরকম পরিস্থিতিতে এবার সুরেশ রায়না (Suresh Raina) ধোনির পাশে দাঁড়ালেন। চেন্নাই সমর্থকদের এই প্রাক্তন ব্যাটসম্যান দিলেন স্পষ্ট বার্তা।
Read More: আবারও চাহালের ঘর ভাঙতে উঠে পড়ে লেগেছেন শ্রেয়স আইয়ার, গোপনে বলে দিলেন ‘আই লাভ ইউ’ !!
ধোনির পাশে রায়না-

চেন্নাই সুপার কিংস (CSK) শেষ ৪ ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচেই হারের সম্মুখীন হয়েছে। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে চেপক স্টেডিয়ামে ৫ উইকেটে হারের সম্মুখীন হয় ৫ বারের চ্যাম্পিয়নরা। এরপরেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই তারকা ব্যাটসম্যান। এইরকম পরিস্থিতিতে এবার সুরেশ রায়না (Suresh Raina) ধোনির পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কাশী স্যার ৩০-৪০ বছর ধরে দলের প্রশাসনিক দিকটি পরিচালনা করছেন। এখন রূপা ম্যাডাম ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করেন। অতীতে ধোনি যখন নিলামে থাকতেন না তখনও তিনি আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজেও জানেন মেগা নিলামে দল বাছাই ভালো হয়নি। ধোনি থাকলে কখনোই এই ধরনের পরিস্থিতি হতো না।”
ক্ষোভ প্রকাশ করলেন রায়না-

সুরেশ রায়না (Suresh Raina) দীর্ঘদিন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দলের পরাজয়ে একাধিক তারকা ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে তিনি উল্লেখ করেন। রায়ানা বলেন, “ধোনি নামটাই একটা ব্রান্ড, তিনি শুধু ভক্তদের জন্য খেলছেন। কিন্তু অন্যরা ১৮-২০ কোটি টাকায় কেনা ক্রিকেটাররা দলের গুরুত্বপূর্ণ সময় এগিয়ে আসবেন না কেন? দলের মধ্যে কী সমস্যা হচ্ছে ধোনির (MS Dhoni) কাউকে বলার প্রয়োজন নেই। ম্যাচের পর যেভাবে মাঠের বাইরে যেতে দেখলাম তাতে আগামীতে চেন্নাইয়ের জন্য বড়ো ম্যাচের সম্ভাবনা রয়েছে।” উল্লেখ্য চেন্নাই সুপার কিংস ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে বর্তমানে পয়েন্ট তালিকায় একেবারে নিচে চলে গেছে। পরবর্তী ম্যাচে ৩০ এপ্রিল পাঞ্জাব কিংসের (CSK vs PBKS) বিপক্ষে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।