বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেটকে একাধিক তারকা এগিয়ে নিয়ে যাচ্ছেন। শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পর ব্লু ব্রিগেডদের ব্যাটিং অর্ডারকে নতুন দিশা দেখিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ব্যাট হাতে গড়েছেন একের পর এক রেকর্ড। এখনও বিরাট নিজের আগ্ৰাসী ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে ফিটনেস ধরে রেখেছেন। তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে গড়ছেন গুরুত্বপূর্ণ ইনিংস। ফলে এই কিংবদন্তি ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর হইচই পড়ে যায়। এবার এর মধ্যেই বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে সুরেশ রায়না (Suresh Raina) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
Read More: IPL 2025 DC vs GT: দেশে ফিরেছেন একঝাঁক বিদেশী, গুজরাতের বিপক্ষে মরণবাঁচন ম্যাচে দিল্লীর ভরসা এই ক্রিকেটার !!
বিরাটকে নিয়ে রায়নার মন্তব্য-

আইপিএলের (IPL 2025) পরই ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে। ফলে মনে করা হচ্ছিল ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে আবারও ঝড় তুলতে চলেছেন বিরাট (Virat Kohli)। কিন্তু সকলকে হতাশ করে তিনি তরুণ ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার জন্য আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন। উল্লেখ্য তিনি ১২৩ টি টেস্ট ম্যাচে দেশের হয়ে মোট ৯২৩০ রান সংগ্রহ করেছেন। এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে ৩০ টি শতরান এবং ৩১ টি অর্ধশতরান। এছাড়াও বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৭ টি ডবল সেঞ্চুরি করেছেন। অন্যদিকে এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে ভারতীয় দল ৬৮ টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে ৪০ টি ম্যাচে তিনি দেশকে জয় এনে দিয়েছেন। ফলে এইরকম সফল ব্যাটসম্যানকে ভারত সরকারের দেশের সর্বোচ্চ সন্মান জানালো উচিত বলে সুরেশ রায়না (Suresh Raina) মনে করছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “বিরাট কোহলির (Virat Kohli) ভারতরত্ন পুরস্কার পাওয়া উচিত বলে আমার মনে হয়। বিশেষভাবে কোহলিকে ভারতরত্ন দিয়ে সম্মান জানানো উচিত কেন্দ্রীয় সরকারের।”
দুরন্ত ফর্মে কোহলি-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করেছে। এই টুর্নামেন্ট ব্যাট হাতে আবারও জ্বলে উঠেছিলেন বিরাট (Virat Kohli)। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে ২১৮ রান সংগ্রহ করেছিলেন। এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে একটি দুর্দান্ত শতরান এসেছিল। অন্যদিকে চলতি আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) হয়ে কোহলি ব্যাট হাতে নিজের অবদান রেখেছেন। ১১ ম্যাচে ৭ টি অর্ধশতরানের সঙ্গে এই তারকা ব্যাটসম্যান মোট ৫০৫ রান সংগ্রহ করে বর্তমানে পার্পেল ক্যাপের দৌড়ে এগিয়ে আছেন। ফলে চলতি আইপিএলে (IPL 2025) বেঙ্গালুরু ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ১৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে। উল্লেখ্য শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR) গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ২৩ মে পরবর্তী ম্যাচে রজত পাটিদারের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে।