এশিয়া কাপের আগেই বাদ শুভমান গিল, T20'তে ভারতের ওপেনিং জুটিতে আসছে বড় পরিবর্তন !! 1

ভারতীয় ক্রিকেটে সবসময়ই ওপেনিং জুটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেটের অগ্রগতির সাথে সাথে টি-টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটের খেলার ধরণও বদলে গিয়েছে। বর্তমানে ব্যাটসম্যানরা আগ্রাসী ব্যাটিংয়ে বেশি বিশ্বাসী। প্রথম বল থেকেই চার ছক্কা হাঁকাতে চান ব্যাটসম্যানরা। শুরু থেকেই বোলারদের চাপে ফেলতে চায়। ভারতের মাটিতেই বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপকে মাথায় রেখে ভারতীয় দলের মূল উদ্দেশ্য হতে চলেছে সঠিক ওপেনিং জুটি বেছে নেওয়ার। তাই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের সম্ভাব্য ওপেনিং জুটি নিয়ে আলোচনা এখন থেকেই শুরু হয়ে গেছে।

টানা বিশ্বকাপ জিততে চাইবে ভারত

ভারত
Team India | Image: Getty Images

এই বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। এবার ২০ দলের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টে ভারতের লক্ষ থাকবে টানা দ্বিতীয় বারের জন্য শিরোপা জেতার। এর আগে, ২০২৪ সালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে কাপ জিতেছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় ছিল অপরাজিত। আর তাই ওপেনিং জুটির সঠিক নির্বাচন হবে ভারতের সাফল্যের অন্যতম চাবিকাঠি।

Read More: লাভের থেকে ক্ষতি বেশি, আইপিএলের পর DPL’ও দিগ্বেশ রাঠির জরিমানায় মাথায় হাত কর্মকর্তাদের !!

ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না (Suresh Raina) সম্প্রতি এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন। রায়না অবশ্য বর্তমান ভারতীয় দলের টেস্ট অধিনায়ক ও সাদা বলের ফরম্যাটের সহ অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) ওপেনার হিসাবে বেছে নেননি। সুরেশের মতে, ভারতীয় দলের প্রথম ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) জায়গা একেবারেই নিশ্চিত। তরুণ জয়সওয়াল ইতিমধ্যেই নিজের আক্রমণাত্মক স্টাইল ও ধারাবাহিকতার জন্য পরিচিত।

রায়না তাঁর নতুন ওপেনারকে বেছে নিলেন

Suresh raina can be the next bcci chief selector
Suresh Raina | Image: Getty Images

ভারতের জার্সিতে মাত্র ২৩টি ম্যাচে ৭২৩ রান করে তিনি প্রমাণ করেছেন যে তিনি বড় ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের সাথে পরিচিত জয়সওয়াল। জয়সওয়ালের সাথে আর এক ওপেনার হিসাবে দু’জন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে বেছে নিয়েছেন রায়না। অভিষেক শর্মা (Abhishek Sharma) ও প্রিয়াংশ আর্য (Priyans Arya) দেখতে চান তিনি। অভিষেক ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে নিজের নাম তুলে ধরেছেন। বর্তমানে তিনি এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।

অন্যদিকে, এবারের আইপিএলে অসাধারণ খেলেছেন দিল্লির তরুণ প্রিয়ান্স আর্য। ১৭ ম্যাচে ৪৭৫ রান বানিয়েছেন তিনি। যদিও, প্রিয়াংশ এখনও ভারতের হয়ে অভিষেক করেননি, কিন্তু আইপিএলের মঞ্চে তাঁর অসাধারণ ব্যাটিং ভক্তদের মন জিতে নিয়েছে। অবশ্য এখানেই তালিকা শেষ নয়। সঞ্জু স্যামসন, কেএল রাহুল কিংবা ঋতুরাজ গায়কোয়াড়ের মতন খেলোয়াড়রা সুযোগ পাওয়ার যোগ্য। আসন্ন এশিয়া কাপের মঞ্চে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও শুভমান গিলকে বাছাই করে নেওয়া হয়েছে ওপেনার হিসাবে।

Read Also: ৬, ৪, ৬, ৪, ৬…বেঙ্গালুরুতে আয়ুষ বাদোনি ঝড়, দলীপ ট্রফির ম্যাচে করলেন ধুন্ধুমার দ্বিশতরান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *