চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়া এই ক্রিকেটারকে ‘এক্স ফ্যাক্টর’-এর তকমা লাগালেন সুরেশ রায়না !! 1

গত শনিবার মুম্বইতে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং মুখ্য নির্বাচক অজিত আগারকারের (Ajit Agarkar) উপস্থিতিতে ঘোষিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম। সেখানে বেশ কিছু ক্রিকেটারের থাকা-না থাকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তবে, ভারতীয় দলের এমন এক প্লেয়ারকে স্কোয়াডে দেওয়া হয়নি বলে বড় মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার রায়না ভারতীয় দল নির্বাচন নিয়ে নিজের মত পেশ করেছেন। তার মতে, ভারতীয় দল একজন এক্স ফ্যাক্টর প্লেয়ারকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নির্বাচন না করে বড় ভুল কাজ করেছে।

এই খেলোয়াড়কে গেম চেঞ্জার বললেন রায়না

Hardik, rohit, gambhir, surya,suresh raina
Suryakumar Yadav | Image: Getty Images

সেই খেলোয়াড়ের নাম হলো সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান মনে করেন, সূর্যকুমার যাদবই হতে পারতেন ভারতের এক্স-ফ্যাক্টর খেলোয়াড়। দুবাইয়ের মাঠে সূর্যের অনুপস্থিতি সঠিক নজরে দেখছেন না রায়না। তার মতে, দুবাইয়ের স্টেডিয়ামগুলির মাপযোগ আর পাঁচটা মাঠের মতন এক নয়, এখানে সামনের পরিধি ছোট। কভার অঞ্চল তুলনা মূলক বড়। সূর্যকুমার যে ধরনের শট খেলে থাকেন, তাতে এই ধরণের মাঠে তিনি এক্স ফ্যাক্টর প্রমাণিত হবেন। পাশাপাশি ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে খ্যাতি পাওয়া সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) যে ধরণের অর্থোডক্স ক্রিকেট খেলেন তাতে দুবাইয়ের মাঠে বেশ কার্যকর প্রমাণিত হত ভারত। তাছাড়া, রায়না স্কাইকে ‘গেম চেঞ্জারের’ তকমা ও দিয়েছেন।

সুরেশ রায়না করলেন বড় মন্তব্য

Suresh Raina, bcci
Suresh Raina | Image: Getty Images

পাশাপশি স্কাই দলের হয়ে ফিনিশিংয়ের ভূমিকাও পালন করতে সক্ষম। তাই ভারতকে বড় লক্ষ রাখতে বা তাড়া করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হতো না। সূর্যকুমার ভারতের জার্সিতে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলেছিলেন তারপর থেকে তাকে ওডিআই ফরমেটে আর খেলতে দেখা যায়নি। বর্তমান সময়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার ওপরেই। বিশ্ব ক্রিকেটে ক্রিকেটের ছোট ফরম্যাটে রুদ্ধশ্বাস ক্রিকেট খেলতে দেখা যায় স্কাইকে। রাইনার মতে, ভারতীয় দল লোয়ার মিডল অর্ডারে সমস্যায় পড়তে পারে। সুরেশ রায়নার আশঙ্কা, “ওঁর (সূর্যকুমার যাদব) অনুপস্থিতির ফলে উপরের তিনজন ব্যাটসম্যানকে (রোহিত, গিল, কোহলি) দায়িত্ব নিতে হবে। তাঁদের রান করতে হবে। তবে ভারতের টপ অর্ডার ছন্দে নেই।”

Read Also: নাচলেন গাওস্কর, গাইলেন শচীন, ওয়াংখেড়ের ‘গোল্ডেন জুবিলী’তে চাঁদের হাট মুম্বইতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *